রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বিশ্বকাপে দলগত বিভাগে টাইব্রেকারে বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
  ২১ জুন ২০২৪, ০০:০০
বিশ্বকাপে দলগত বিভাগে টাইব্রেকারে বাংলাদেশের বিদায়

তুরস্কের আনাতোলিয়ায় অলিম্পিক কোটা পেস্নস বাছাই টুর্নামেন্টের পরপরই শুরু হয়েছে বিশ্বকাপ আরচ্যারি। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশে বিদায় নিয়েছে। বুধবারর্ যাঙ্কিং রাউন্ডে রুবেল, রাম ও সাগরের সমন্বয়ে গঠিত বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল ১৩তম পজিশনে থেকে এলিমিনেশন পর্ব নিশ্চিত করে। বৃহস্পতিবার সকালেই এলিমিনেশনের ১/১২ পর্বে জাপানের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

বুধবার প্রথম দিনই বাংলাদেশের দুই নারী আরচ্যার ব্যক্তিগত ইভেন্ট ও মিশ্র বিভাগে এলিমিনেশন পর্বে উঠতে ব্যর্থ হয়। বিশ্বকাপে এখন শুধু রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি আছে বাংলাদেশের। তুরস্কের আনাতোলিয়ায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাপানের বিপক্ষে প্রথম সেট জয় দিয়ে শুরু করে। দ্বিতীয় সেট জাপান জেতায় ২-২ সমতা আসে। তৃতীয় সেট জিতে জয়ের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। চতুর্থ ও শেষ সেটে তারা হার এড়ালেই পরের পর্বে যেত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে