রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সুপার এইটে যা পাব তাই বোনাস : হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
  ২১ জুন ২০২৪, ০০:০০
বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত -ওয়েবসাইট

গ্রম্নপ পর্ব পার করে বাংলাদেশ দল এখন সুপার এইটে। গ্রম্নপ-১ এ টাইগারদের প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ভারত। গ্রম্নপ পর্বে এই তিন দলই দুর্দান্ত পারফরমেন্স করেছে। ফলে এই তিন দলকে হারিয়ে রাতের ঘুম হারাম করতে চাচ্ছেন না টাইগার কোচ হাথুরুসিংহে। বরং সুপার এইটে যা পাবে দল, তাই বোনাস হিসেবে ধরছেন তিনি।

টি২০ বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে ধরাশয়ী হয়েছিল তারা। এমন পারফরম্যান্সের কারণে বেশ সমালোচিত হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

বিশ্বকাপের আগে ছন্দহীন পারফরম্যান্সে সমর্থকদের ভেতর শঙ্কা জেগেছিল বাংলাদেশের গ্রম্নপ পর্ব থেকে বিদায়ের। তবে সেই শঙ্কা উড়িয়ে সুপার এইটে ওঠাকে অনেক বড় অর্জন মনে করছেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শ্রীলংকা, নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে বাংলাদেশ সুপার এইটে উঠেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি ছিল। ৫ রানের সমীকরণ মেলাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। তবে তিন ম্যাচ জিতে নিশ্চিত করে সুপার এইট। এবারই প্রথম কোনো টি২০ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিততে পারল বাংলাদেশ। সেরা আটের লড়াই শুরু হয়েছে গত বুধবার থেকে। বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে শুক্রবার।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে টাইগার কোচ জানিয়েছেন, সুপার এইটের লক্ষ্য নিয়েই এসেছিল দল। ফলে এখন যা পাবে তা সব বোনাস।

হাথুরুসিংহে বলেন, 'যখন আমরা টুর্নামেন্টে এসেছি প্রথম লক্ষ্য ছিল সুপার এইটে যাওয়া। আমার মনে হয় দারুণভাবে সেটা অর্জন করেছি... আমি কী বলতে পারি, আমাদের বোলাররা খেলায় মান রেখেছে? এর মানে হচ্ছে আমরা কন্ডিশনে ভালো খেলেছি। আমরা কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়েছি।'

তিনি আরও বলেন, 'আমরা সুপার এইটে আসতে পেরে খুশি, এখান থেকে যা কিছু প্রাপ্তি তা হবে বোনাস। সুতরাং আমরা স্বাধীনতা নিয়ে খেলব। গ্রম্নপের তিন দলকেই আমাদের সর্বোচ্চটা দিয়ে চ্যালেঞ্জ জানাবো।'

এদিকে খেলোয়াড়দের নিজ নিজ ভূমিকা সঠিকভাবে পালন করতে বললেন হাথুরু। মূলত সাকিব-মুস্তাফিজদের খেলাটা উপভোগ করতে বললেন টাইগার কোচ। হাথুরু বলেন, 'তাদের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, সেটা পালন করার ক্ষেত্রে তাদের স্বাধীনতা আছে ও সবসময়ের মতো উপভোগ করতে পারে। আমরা ক্লাবে অথবা দেশের হয়ে খেলি অথবা পার্কে... আমরা এজন্যই খেলতে শুরু করেছি। এজন্য উপভোগের ব্যাপারটা এগিয়ে থাকে কিন্তু তাদেরকে ভূমিকা পালন করতে হবে দলের জন্য।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা কেমন হতে পারে সেই ধারণাও দিয়ে রাখলেন হাথুরুসিংহে, 'যে কোনো দলের বিপক্ষেই আমাদের পরিকল্পনা হচ্ছে, শক্তভাবে শুরু করা। সেটা ব্যাটিং হোক বা বোলিং। যেটা দেখা যাচ্ছে, এবার ব্যাটসম্যানদের জন্য শুরু থেকেই কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। উইকেট সম্পর্কে মূল্যায়ন করাও কঠিন হচ্ছে। আমাদের ধারণা ছিল সেন্ট ভিনসেন্টের উইকেট ভালো ছিল কিন্তু দেখা গেল সেটাও কঠিন। বেশিরভাগই বোলিং বান্ধব। শুধু পেস কিংবা স্পিন নয়, দুটোতেই। যা ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। সেজন্য আমাদের পরিকল্পনা হলো, শক্তভাবে শুরু করা সেটা ব্যাটিং হোক বা বোলিং।'

শান্ত কেন রান পাচ্ছেন না, এমন প্রশ্নে হাথুরু বলেন, 'শুধু শান্ত নয়। আপনি যদি দেখেন, তাহলে দেখবেন বেশিরভাগ দলের টপঅর্ডাররাই টুর্নামেন্টে লড়াই করছে। কারণ, নতুন বলে পিচগুলো একটু কঠিন হয়ে দাঁড়ায়। আসল বিষয়টি হলো, কোনো দলই জানে না, ভালো স্কোরটা কেমন। শীর্ষ ২-৩ ব্যাটারকে অবশ্যই কন্ডিশন মূল্যায়ন করতে হবে। তারপর তাদের খেলার মাধ্যমে মূল্যায়ন করতে হবে।'

একই ভেনু্যতে পরের ম্যাচ ভারতের বিপক্ষে। সেন্ট ভিনসেন্টে এই রাউন্ডে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে