মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হাইজাম্পে রুপা জিতেছিলেন বাংলাদেশের রিতু আক্তার। দারুল মাকমুর কুয়ান্তান স্টেডিয়ামে রিতু ১.৭৫ মিটার লাফিয়ে পদক জিতেছেন। এবার ৩০০০ মিটার স্টিপল চেজ-এ সোনার পদক জিতেছেন সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিন। আল আমিন সময় নিয়েছেন ৯ মিনিট ৩২:৩৯ সেকেন্ড।
এই প্রতিযোগিতায় এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করেছে। শেষের দিকে দৌড়ে কিছুটা পিছিয়ে ছিলেন আল আমিন। শেষ বাধা পেরোনোর পর গতি বাড়িয়ে এগিয়ে থাকা অ্যাথলেটকে ছাড়িয়ে সোনার পদক নিশ্চিত করেন তিনি। ৩ হাজার মিটার স্টিপল চেজ অ্যাথলেটিকসের কঠিন ইভেন্টের অন্যতম। ট্র্যাকে শুধু দৌড়ালেই হয় না, নির্দিষ্ট মিটার পর পর হার্ডলস অতিক্রম করতে হয়। একবার করে ট্র্যাকের একটু নিচু জায়গায় পানিতে লাফাতে হয়। দৌড়, হার্ডলস ও পানি অতিক্রম করে সবার আগে ৩ হাজার মিটার পূরণ করে কৃতিত্ব অর্জন করেছেন আল আমিন।
বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি পদক নিশ্চিত করেছে। এশিয়ান ইনডোরে রৌপ্য জেতা জহির শুক্রবার ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠলেও ফাইনালে নাম লেখাতে পারেননি। আজ পোল ভোল্ট ও হাইজাম্পের ইভেন্ট রয়েছে।