দেখতে-দেখতে চলতি টি২০ বিশ্বকাপের গ্রম্নপ পর্বের খেলা প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে। সেই সঙ্গে জমে উঠেছে সুপার এইটে ওঠার লড়াই। একে একে ছয়টি দলও উঠে গেছে সুপার এইটে। এরইমধ্যে সবার আগে সুপার এইটে নাম লিখিয়েছে প্যাট কামিন্সের দল অস্ট্রেলিয়া। 'বি' গ্রম্নপের প্রথম তিন ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত করেছে তারা। আজ রোববার চতুর্থ ও শেষ ম্যাচ জিতে গ্রম্নপ পর্ব শেষ করার লক্ষ্য নিয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অজিদের লক্ষ্য প্রথম পর্বে শতভাগ সাফল্য পাওয়া। অপরদিকে আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে নাম লেখাতে চায় স্কটিশরা। তিন ম্যাচ থেকে ম্যাচ থেকে স্কটল্যান্ডের সংগ্রহ ৫ পয়েন্ট। অজিদের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৭। সেক্ষেত্রে একই গ্রম্নপে থাকা ৩ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডকে বিদায় নিতে হবে এবারের আসর থেকে।
এমন এক সমীকরণকে সামনে রেখে ক্যারিবীয় দ্বিপুঞ্জের সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ ছাড়াও আজ রয়েছে আরও ১টি খেলা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিয়মরক্ষার এক ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। কারণ গ্রম্নপ 'এ' থেকে ভারত ৬ পয়েন্ট এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র ৫ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইটে খেলা নিশ্চিত করেছে। তাই আজকের ম্যাচে আয়ারল্যান্ডকে হারলেও পাকিস্তানের দ্বিতীয় রাউন্ডে খেলা হচ্ছে না। বাবর আজমের দল তিন ম্যাচ থেকে সংগ্রহ হরেছে মাত্র ২ পয়েন্ট। আর তিন ম্যাচ থেকে আইরিশদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। আজকের এই দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।
টানা তিন জয়ে 'বি' গ্রম্নপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় হয়ে পরের ধাপে ওঠার সুযোগ আছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সামনে। বৃষ্টির কারণে ভেসে যায় স্কটল্যান্ডের বিপক্ষে ইংলিশদের লড়াই। পরের ম্যাচে শিরোপাধারীরা হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে থাকা ইংলিশদের সুপার এইটে খেলার সম্ভাবনা ঝুলছে তাই অনিশ্চয়তার সুতোয়।
অন্যদিকে, ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার পর নামিবিয়া ও ওমানকে হারিয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে খেলার স্বপ্ন দেখছে স্কটল্যান্ড। তাদের রান রেটও বেশ ভালো, ২.১৬৪। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে হারলেও পরের ধাপে যাওয়ার জোর সম্ভাবনা থাকবে দলটির। বিশেষ করে, শেষ ম্যাচের ওপর নির্ভর করতে পারে ইংল্যান্ডের পরের ধাপের টিকিট। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের আটকে দিতে 'স্কটল্যান্ডকে মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়া ছাড় দিবে কিনা'-এই প্রশ্নে হ্যাজেলউড একটু রহস্য রেখেই উত্তর দেন। এতেই চারদিকি শুরু হয় আলোচনার ঢেউ।