মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ৬ জন অ্যাথলেট। শুক্রবার পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইজাম্প ইভেন্টে রৌপ্য পদক জেতেন রিতু আক্তার। নারীদের হাইজাম্প ইভেন্টে ১০ দেশের ১৫ জন অ্যাথলেট অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের রিতু দ্বিতীয় হয়েছেন। তিনি ১.৭৫ মিটার লাফিয়ে এ পদক অর্জন করেছেন। এই ইভেন্টে তিনি জাতীয় রেকর্ডধারী।
মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্প্রিন্টার জহির রায়হানও পদকের আশা জাগিয়েছেন। ২০০ মিটার ইভেন্টের ৩য় হিটে মো. জহির রায়হান ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এশিয়ান ইনডোর গেমসে পদকজয়ী হাইজাম্পার মাহফুজুর রহমানও এই টুর্নামেন্টে খেলছেন। তার ইভেন্ট আজ।