শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ফিফার বিরুদ্ধে ফিফপ্রোর মামলা

ক্রীড়া ডেস্ক
  ১৪ জুন ২০২৪, ০০:০০
ফিফার বিরুদ্ধে ফিফপ্রোর মামলা

ক্লাব বিশ্বকাপের পরিসর ও সূচি নিয়ে পুনঃমূল্যায়ন করা না হলে আইনি লড়াইয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছিল ফিফপ্রো, সেই পথেই হাঁটল তারা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে পেশাদার ফুটবলারদের সংগঠনটি।

আকার বাড়িয়ে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত ফিফা জানানোর পর থেকেই, তা নিয়ে সমালোচনা চলছে চারিদিকে। প্রতিবাদ জানিয়ে আসছেন বিভিন্ন ক্লাবের কোচও। কিন্তু কোনোকিছুতেই কর্ণপাত করছে না ফিফা।

গত মাসে ফিফপ্রো ও ওয়ার্ল্ড লিগস অ্যাসোসিয়েশনের (ডবিস্নউএলএ) পক্ষ থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সচিব মাতিয়াস গ্রাফস্ত্রমকে চিঠি দেওয়া হয়। যেখানে বলা হয়, বৈশ্বিক ফুটবল পঞ্জিকা এখন 'অনুসরণ অযোগ্য।'

ঘরোয়া লিগগুলোই তাদের প্রতিযোগিতা যথাযথভাবে আয়োজন করতে পারছে না। আর খেলোয়াড়দের তো তাদের সীমার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে, যা উলেস্নখযোগ্য চোটের ঝুঁকি বাড়াচ্ছে।

ওই চিঠির প্রেক্ষিতেও ফিফার পক্ষ থেকে নিজেদের অবস্থানে অটল থাকার ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, আগামী বছর পূর্বনির্ধারিত সূচিতেই বসবে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। এরপর গত মাসের শেষ দিনে ফিফাকে একরকম হুমকিই দেয় ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার'স অ্যাসোসিয়েশন (পিএফএ)। সংস্থাটির প্রধান নির্বাহী মাহেতা মোলাঙ্গো বলেন, ঠাসা সূচির প্রতিবাদে ধর্মঘটে যেতে প্রস্তুত ফুটবলাররা।

ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক পক্ষের এমন ধারাবাহিক পদক্ষেপের পর শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়াল।

ফিফপ্রো নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সংগঠনের সদস্য পিএফএ ও ফ্রান্সের পেস্নয়ার্স ইউনিয়ন (ইউএনএফপি) ব্রাসেলস কোর্ট অব কমার্সে একটি মামলা দায়ের করেছে।

আদালতের কাছে তারা আরও আবেদন করেছে, ব্রাসেলস কোর্ট অব কমার্স যেন মামলাটি ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে প্রেরণ করে।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স অনুরোধ করলেও সাড়া দেয়নি ফিফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে