ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসি নাম লিখিয়েছেন। ক্যারিয়ারের শেষ দিকে বড় ফুটবলাররা এমনটা করে থাকেন। যাকে বলা হয় অবসরের আগের প্রস্তুতি! স্বাভাবিকভাবে মেসির অবসর নিয়েও রয়েছে নানা আলোচনা। কাতার বিশ্বকাপ জয়ী এটা নিশ্চিত করেছেন যে, ক্যারিয়ারটা ইন্টার মায়ামিতেই শেষ করতে চান। কিন্তু অবসর নিয়ে এখনো প্রস্তুত নন তিনি। যদিও অবসর ভাবনা নিয়ে ইদানীং প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় মেসিকে। আবারও একই প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। বললেন, ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান ইন্টার মায়ামির হয়েই।
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ৮ বারের ব্যালন ডি'অর জয়ী গত গ্রীষ্মে মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন। ইন্টার মায়ামিতে ২০২২ বিশ্বকাপ জয়ীর চুক্তিটা ২০২৫ সাল পর্যন্ত থাকলেও সেটা আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে। মেসি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মায়ামিতেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি, 'এখন পর্যন্ত এটাই আমার ক্যারিয়ারের শেষ ক্লাব। তবে এটাও সত্যি, আমি এখনো অবসরের জন্য প্রস্তুত নই।'
সাধারণত ফুটবলাররা একচোখ অবসরে রেখেই শেষটা রাঙানোর অপেক্ষায় থাকেন। মেসি কিন্তু তেমনভাবে ছুটছেন না। স্বভাবসুলভ মেসিজাদুর দেখা মিলছে তার নৈপুণ্যে। এই মৌসুমে ১২ ম্যাচে ১২ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৩টি। এই ছন্দ কোপা আমেরিকাতেও টেনে নিতে চাইবেন তিনি। মেসি তার ইউরোপ ছাড়ার পরিকল্পনা নিয়ে বলেছেন, 'ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন ছিল। তবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সব কিছু ভিন্নভাবে দেখার চোখও তৈরি করে দিয়েছে।'
তিনি আরও যোগ করে বলেছেন, 'আমি ফুটবল খেলতে ভীষণ ভালোবাসি। প্রতি ম্যাচের অনুশীলন পছন্দ করি। এটা ভেবে কিছুটা শঙ্কিত হই, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সেই কারণেই সব কিছু আমি আরও বেশি করে উপভোগ করছি।'