প্রিমিয়ার লিগ যুগে ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে ব্যর্থ হয়েছে এই মৌসুমে। অষ্টম স্থানে থেকে শেষ করেছে তারা। তবে হাত খালি থাকেনি। এফএ কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গুঞ্জন উঠেছিল, ওই ম্যাচের ফল যেটাই হোক না কেন কোচ এরিক টেন হ্যাগকে বিদায় করতে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু ক্লাবের বোর্ড মৌসুম পরবর্তী দীর্ঘ পর্যালোচনা শেষে ডাচ কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
টেন হ্যাগের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কথা বলছে বোর্ড। বিশেষ করে ম্যানসিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই কোচকে নিয়ে সুর নরম হয় তাদের।
বায়ার্ন মিউনিখের সাবেক কোচ থমাস টুখেল গত সপ্তাহে নতুন যৌথ মালিক স্যার জিমর্ যাটক্লিফের সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু নিজেই সরে দাঁড়ান। ক্লাবের আগ্রহের তালিকায় ছিলেন চেলসি ছাড়া মাউরিসিও পচেত্তিনো এবং সাবেক ব্রাইটন ও চেলসি কোচ গ্রাহাম পটার, ব্রেন্টফোর্ডের থমাস ফ্রাঙ্ক ও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।