শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

'শুরুতেই পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল' বললেন ক্যাবরেরা

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ জুন ২০২৪, ০০:০০
'শুরুতেই পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল' বললেন ক্যাবরেরা

প্রত্যাশা ছিল ভালো ফলের, কমপক্ষে পয়েন্ট পাওয়ার, কিন্তু জামাল-সোহেল-মোরসালিনদের পারফরম্যান্স ছিল না তার ধারেকাছেও। শুরুর ভুলে পিছিয়ে পড়ার পর লেবাননের বিপক্ষে স্রেফ খড়কুটোর মতো উড়ে গেছে বাংলাদেশ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও হতাশা কণ্ঠে বললেন, শুরুর গোল হজমে সবকিছু জটিল হয়ে গিয়েছিল দলের জন্য।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় ধাপে লেবাননের বিপক্ষে ৪-০ গোলে হারে বাংলাদেশ। হ্যাটট্রিকে জাতীয় দলের হয়ে নিজের বিদায়ী ম্যাচ রাঙান লেবানন অধিনায়ক হাসান মাতুক; অন্য গোলদাতা নাদের মাতার।

ছয় ম্যাচে ১ পয়েন্ট নিয়ে 'আই' গ্রম্নপের তলানিতে থেকে শেষ করল বাংলাদেশ। এই ১ পয়েন্ট ক্যাবরেরার দল পেয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ১-১ ড্র করে।

ফিরতি লেগের দেখায় তৃতীয় মিনিটে শাকিল হোসেনের অখেলোয়াড়সুলভ আচরণে পেনাল্টি পায় লেবানন। হাসান এগিয়ে নেন দলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় ক্যাবরেরা বললেন, ওই ভুল থেকেই পথ হারানোর শুরু দলের।

'অনেক প্রত্যাশা নিয়ে এই ম্যাচ খেলতে এসেছিলাম আমরা। যেটা এ ম্যাচটিকে আমাদের জন্য আরও কঠিন করে তুলেছিল। বিশেষ করে এই হার আমাদের জন্য কঠিন ফল। হতাশাজনক। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারতাম, অনেক বাংলাদেশি সমর্থকের সামনে, কিন্তু পেনাল্টির কারণে শুরুতেই পরিস্থিতি জটিল হয়ে গেল।'

'তারপরও আমি মনে করি, প্রথমার্ধে আমরা কিছুটা ধাতস্থ হয়ে উঠেছিলাম, কিন্তু বিরতির আগে আবার তাল কেটে যায়। দ্বিতীয়ার্ধে আমরা আরও বেশি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, চাপ দেওয়ার চেষ্টা করেছি, যেটা প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ করে দিয়েছিল।'

বলের নিয়ন্ত্রণে প্রায় সমানে সমান ছিল বাংলাদেশ। রাকিব হোসেন, শেষ দিকে বদলি নামা শাহরিয়ার ইমনের সামনে সুযোগও এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেননি কেউ। তবে ক্যাবরেরা কাউকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন না; বরং দলকে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের জন্য প্রস্তুত করার দিকেই দিতে চান দৃষ্টি।

'যেভাবে আমরা বল পজিশন রেখেছি, তা নিয়ে আমি খুশি, কিন্তু এখনও আমাদের সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতাম। দিন শেষে বলতে হবে, এই দলগুলোর বিপক্ষে লড়াই করা কঠিন। এখন আমাদের উজ্জীবিত হতে হবে, সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করতে হবে এশিয়ান কাপে প্রস্তুত হওয়ার জন্য।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে