বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান

প্রকাশ | ১৩ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কানাডার বিপক্ষে উইকেট পাওয়ায় উচ্ছ্বসিত পাকিস্তানের খেলোয়াড়রা -ওয়েবসাইট
দেওয়ালে পিঠ ঠেকে গেছে আগেই। টানা দুই ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও জিততে পারেনি পাকিস্তান। তাতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বড় শঙ্কায় রয়েছে দলটি। তবে তৃতীয় ম্যাচে এসে স্বস্তির জয় পেয়েছে গত আসরের ফাইনালিস্টরা। কানাডাকে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাবর আজমের দল। মঙ্গলবার রাতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি টি২০ বিশ্বকাপের 'এ' গ্রম্নপের ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এ দিনের এই জয়ে টি২০ বিশ্বকাপে টিকে থাকল বাবর আজমের দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান করে কানাডা। জবাবে ১৫ বল হাতেই রেখেই জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান। চলতি টি২০ বিশ্বকাপ দিয়ে উদ্বোধন হওয়া নিউইয়র্কের দুর্বোধ্য এই পিচে সর্বোচ্চ ১০৪ রানের লক্ষ্যে নেমে নেদারল্যান্ডসের বিপক্ষে জেতার রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। এবার তাদের পেছনে ফেলল পাকিস্তান। ডালাসে যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা বাবর আজমরা ভারতের বিপক্ষে নিউইয়র্কে ১২০ রানের টার্গেটে নেমে অবিশ্বাস্য পরাজয় বরণ করেছিল দ্বিতীয় ম্যাচে। সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে হয়তো কানাডাও চমক দেখাতে চেয়েছিল। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১০৬ রান করে কানাডা। তাদের পক্ষে একাই লড়াই করেন অ্যারন জনসন। ৫২ রান করেন এই ওপেনার। আন্তর্জাতিক টি২০তে কানাডার হয়ে রেকর্ড অষ্টম হাফ সেঞ্চুরি করেছেন জনসন, পেছনে ফেলেছেন নভনীত ঢালিওয়ালকে। জনসন ছাড়া আর মাত্র দু'জন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে বড় অবদান রাখেন। হারিস রউফও সমান সংখ্যক উইকেট পান। আর সহজ লক্ষ্যে নেমে এবার পাকিস্তান হোঁচট খায়নি। মোহাম্মদ রিজওয়ান হাফ সেঞ্চুরি করেন, বাবর আজমের কাছ থেকেও ভালো সহযোগিতা পান তিনি। যদিও টপ অর্ডারে সাইম আইয়ুব (২) ও ফখর জামান (৪) হতাশ করেছেন। দলীয় ২০ রানে ওপেনার সাইম ফিরে গেলে বাবরকে সঙ্গে নিয়ে রিজওয়ান ৬৩ রানের জুটি গড়েন। বাবর ৩৩ বলে ১ চার ও ১ ছয়ে ৩৩ রান করে আউট হন।