শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

মেসিকে 'খুশি ও উদ্দীপ্ত' দেখছেন মনতিয়েল

ক্রীড়া ডেস্ক
  ১৩ জুন ২০২৪, ০০:০০
মেসিকে 'খুশি ও উদ্দীপ্ত' দেখছেন মনতিয়েল

কোপা আমেরিকার মুকুট ধরে রাখার মিশনে আর্জেন্টিনার ভরসার কেন্দ্রে লিওনেল মেসি। এবারও দলটি সওয়ার হতে চাইবে মহাতারকা চওড়া কাঁধে, কিন্তু ৩৬ বছর বয়সি মেসি সেই ভার নিতে পারবেন কতটুকু? এ নিয়ে গাব্রিয়েল মনতিয়েলের সংশয় নেই একবিন্দু। বললেন, মেসিকে খুশি এবং দারুণ উদ্দীপ্ত দেখছেন তিনি।

লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পাওয়ার জন্য আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা শেষ হয়েছিল ২০২১ সালে। এবার দলটি যুক্তরাষ্ট্রের আসরে নামবে শিরোপা ধরে রাখার কঠিন লড়াইয়ে। এ মুহূর্তে আর্জেন্টিনা শেষ দিকের প্রস্তুতি শাণিয়ে নিতে ব্যস্ত। শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

২০ জুন শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। উদ্বোধনী দিনেই কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে 'এ' গ্রম্নপে নিজেদের পথচলা শুরু করবে আর্জেন্টিনা। মূল অভিযান শুরুর আগে মেসিকে হাসিখুশি দেখছেন মনতিয়েল। ২৭ বছর বয়সি এই ডিফেন্ডার জানালেন নিজের লক্ষ্যও।

'আমি তাকে খুবই সুখী দেখছি; ভীষণ উদ্দীপ্ত দেখছি। তার সঙ্গ উপভোগ করার চেষ্টা করছি। কেননা, তিনি অনন্য একজন খেলোয়াড়। তাকে মাঠে দেখা আগে থেকেই বিশেষ কিছু।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে