নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া
প্রকাশ | ১৩ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
সবার আগে দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিত করেছে। এবার 'বি' গ্রম্নপ থেকে নবম টি২০ বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত হয়েছে জায়ান্ট অস্ট্রেলিয়ার। বুধবার সকালে নামিবিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পরের পর্বে উঠেছে তারা।
অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বড় জয়ের মঞ্চটা গড়ে দিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। তাতে নামিবিয়া টস হেরে শুরুতে খেলতে নেমে ১৭ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয়েছে। তাদের বিপক্ষে কোনো দলের এটাই সর্বনিম্ন।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে নামিবিয়ার ৭২ রান মাত্র ৫.৪ ওভারেই পেরিয়ে যায় তারা। তখনও শেষ হয়নি পাওয়ার পেস্ন। ইনিংসে অক্ষত ৮৬টি বৈধ ডেলিভারি! টি২০ বিশ্বকাপে এর চেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের নজির আছে আর একটি। ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৩৯ রানে গুটিয়ে দিয়ে ৯০ বল বাকি রেখে ম্যাচ জিতে নিয়েছিল শ্রীলংকা। ওমান, ইংল্যান্ডের পর এবার নামিবিয়াকে উড়িয়ে 'বি' গ্রম্নপের প্রথম দল হিসেবে সুপার এইটে নাম তুলল অস্ট্রেলিয়া।
মামুলি এই লক্ষ্য কঠিন হওয়ার কথা ছিল না অস্ট্রেলিয়ার। হয়েছেও তাই। আক্রমণাত্মক সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার। ৮ বলে ২০ রান করেছেন। দ্বিতীয় ওভারে ওয়ার্নার ফিরলে বাকি দায়িত্ব কাঁধে তুলে নেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। তাদের বেধড়ক পিটুনিতে মাত্র ৫.৪ ওভারেই অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে লক্ষ্য টপকে গেছে। হেড ১৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থেকেছেন। মার্শ ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১৮ রানে! এই পরাজয়ে নামিবিয়ার সুপার এইটে যাওয়ার ক্ষীণ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেছে।
নামিবিয়া ইনিংসে সর্বোচ্চ স্কোরার ছিলেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ৪৩ বলে ৩৬ রানের লড়াকু ইনিংস খেলেছেন। আর কেউ ডাবল ডিজিটে পৌঁছাতে পারেননি। অস্ট্রেলিয়ার দারুণ জয়ের দিনটি আবার জাম্পার জন্য ছিল মাইলফলকের। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ১০০ উইকেটের মালিক হয়েছেন। অজিদের শেষ ম্যাচ সেন্ট লুসিয়ায় স্কটল্যান্ডের বিপক্ষে। একইদিন অ্যান্টিগায় নামিবিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নামিবিয়া: ১৭ ওভারে ৭২ (ফন লিনগেন ১০, ডেভিন ২, ফ্রাইলিংক ১, এরাসমাস ৩৬, স্মিট ৩, গ্রিন ১, ভিসা ১, ট্রাম্পেলম্যান ৭, শুলজ ০, ব্র্যাসেল ২*; শিকঙ্গো ০; হ্যাজেলউড ২/১৮, স্টয়নিস ২/৯, কামিন্স ১/১৬, জ্যাম্পা ৪/১২, এলিস ১/১২)
অস্ট্রেলিয়া: ৫.৪ ওভারে ৭৪/১ (ওয়ার্নার ২০, হেড ৩৪*, মার্শ ১৮*; ট্রাম্পেলম্যান ০/১৯, ভিসা ১/১৫, শিকঙ্গো ০/১৯, এরাসমাস ০/৬, ব্র্যাসেল ০/১৪)
ফল: অস্ট্রেলয়া ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অ্যাডাম জ্যাম্পা