টানা দুই ম্যাচ জয়ের পর বাংলাদেশের বিপক্ষে প্রথম হার দেখার অপেক্ষায় ছিল দক্ষিণ আফ্রিকা। ভাগ্য সঙ্গী হওয়ায় শেষ পর্যন্ত ৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও স্বীকার করেছেন, তারা ভাগ্যবান ছিলেন বলেই বৈতরণী পার হতে পেরেছেন।
'ডি' গ্রম্নপের লড়াইটা রূপ নেয় থ্রিলারে। শেষ তিন বলে প্রয়োজন ছিল মাত্র ৭ রানের। এই সময়ে জাকের আলী ও মাহমুদউলস্নাহ বড় শট নেওয়ার চেষ্টা করলেও বাউন্ডারি লাইনে তাদের ক্যাচ নিয়েছেন মার্করাম। অবিশ্বাস্য এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথে প্রোটিয়া দল। কিন্তু ম্যাচ জয়ের পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক স্বীকার করেছেন, 'বেশ কিছু বিষয় আমাদের পক্ষেই গেছে। তাই বলতে পারেন আমরা ভাগ্যবান ছিলাম।'
স্নায়ুক্ষীয় এমন ম্যাচ যে, সবকিছু নিংড়ে নেয় সেটাও জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। তার কথা, 'এই ধরনের ম্যাচের শেষ ওভারে অনেক নড়বড়ে পরিস্থিতিতে থাকতে হয়। রুদ্ধশ্বাস পরিস্থিতি। এই সময়টা যে কাউকে ক্লান্ত করে দিতে পারে। হয়তো অনেক সময় পারা যায় আবার যায় না। কিন্তু সেটা উপভোগ্য হয়ে দাঁড়ায়।'
কেশব মহারাজ ১৯.৫ ওভারে ফুলটস দিয়েছিলেন। সেটা পেয়ে উঠিয়ে মারতে চেয়েছিলেন মাহমুদউলস্নাহও। কিন্তু পারেননি। বাউন্ডারি লাইনে দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ হয়েছেন।