লজ্জায় সাকিবের অবসর নেওয়া উচিত :শেবাগ

প্রকাশ | ১২ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রোটিয়াদের বিপক্ষে ৪ বল মোকাবিলা করে মাত্র ৩ রান নিয়ে আউট হন সাকিব আল হাসান -ওয়েবসাইট
বলে ধার নেই, ব্যাটেও রান নেই সাকিব আল হাসানের। চলমান টি২০ বিশ্বকাপের বাংলাদেশের খেলা দুই ম্যাচেই ব্যর্থ সাকিব। দুই ম্যাচেই বল হাতে পাননি কোনো উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো অধিনায়ক শান্ত এক ওভারের বেশি বল করানোর সাহসই করেননি। তবে সাকিবের ব্যর্থতা আরও বড় হয়ে ফুটেছে ব্যাট হাতে। দুই ম্যাচেই দলের চরম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সাকিব। বয়স পেরিয়েছে ৩৭। চোখের সমস্যায়ও ভুগছেন। সাকিব আল হাসান বড্ড অপরিচিত শেষবেলায়। গোটা ক্যারিয়ারেই অবিশ্বাস্য ধারাবাহিক সাকিব গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই ভুগছেন ফর্মহীনতায়। ব্যাট কিংবা বল; কোনোটাই ঠিকঠাক হচ্ছে না তার। সবচেয়ে বড় কথা দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হয়েও দায়িত্বজ্ঞানহীন শটে প্রতিবার উইকেট ছুড়ে দিয়ে আসছেন তিনি। দলের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ সাকিবের নামে স্টেডিয়ামে উঠছে 'ভুয়া ্িরভুয়া' সেস্নাগান পর্যন্ত। শ্রীলংকার বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফর্মে ফিরবে বলেই আশা করেছিল সবাই। কিন্তু নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথম ওভারে ৬ রান দেওয়ার পর তাকে আর বোলিং দেননি অধিনায়ক শান্ত। ব্যাট হাতে ফুরপুরে সাকিবকে পাওয়া যাবে বলে আশা করা হলেও সে ভূমিকায়ও হয়েছেন ব্যর্থ। ২৯ রান দুই উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে তখন তাওহিদ হৃদয়কে সঙ্গ দেওয়ার বদলে আনরিখ নরকিয়ার শট বলে অযথাই পুল করে ছুড়ে দিয়ে এসেছেন উইকেট। ৪ বলে ৩ রানের ইনিংস দলের বিপদই বাড়িয়েছেন তিনি। একসময় বলা হতো, বাংলাদেশ ১২ জন নিয়ে মাঠে নামে। সাকিব আল হাসানের ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ দলে দুজন খেলোয়াড়ের অভাব মেটাত। কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় দলে তার জায়গা নিয়েই প্রশ্ন উঠছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিবের কড়া সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগ। সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে অবসর নেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন সাবেক এই বিস্ফোরক ওপেনার। ক্রিকবাজের অনুষ্ঠানে শেবাগ বলেন, 'আপনি (সাকিব) একজন এত সিনিয়র খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আর এরপরও আপনার এত বাজে গেমসেন্স! আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। 'অনেক হয়েছে, টি২০ ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।' -এটা আপনার নিজেরই বলে দেওয়া উচিত এখন।' এ সময় নিজেকেই উদাহরণ হিসেবে টানেন শেবাগ, 'আমি তো দ্বিতীয় বা তৃতীয় বিশ্বকাপে... যখন আমরা শ্রীলংকায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলছিলাম, তখন আমি অনুধাবন করলাম, ডেল স্টেইন, মর্নে মরকেল, আফগানিস্তানের একজন বাঁহাতি ফাস্ট বোলার ছিল, তাদের মারতে পারছি না, তখনই তো আমি সিলেক্টরদের বলে দিয়েছিলাম, আমাকে যেন আন্তর্জাতিক টি২০তে বিবেচনা না করা হয়। আমি শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে চাই।' এই অনুষ্ঠানে শেবাগ জানান, টি২০তে আরও আগেই সাকিবের অবসর নেওয়া উচিত ছিল।