দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ রানে হেরেছে বাংলাদেশ দল। যা দর্শকদের মনে বড় এক ধাক্কা হিসেবেই এসেছে, আবারও তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশ ক্রিকেটের। ম্যাচে দারুণ বল করা তানজিম হাসান সাকিব জানালেন এমন হারকে দুর্ভাগা হিসেবে। টাইগার এই পেসার মনে করিয়ে দিলেন ম্যাচটা জেতা উচিত ছিল।
ম্যাচ শেষে মিক্সড জোনে দেওয়া সাক্ষাৎকারে দলের হার নিয়ে তানজিম সাকিব বলেছেন, 'আমাদের আসলে লো স্কোরিং এই ম্যাচটা জেতা উচিত ছিল। আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরা ভালোই ব্যাট করেছে, ওদের বোলাররা অনেক ভালো করছে। এই উইকেটে রান করা সহজ নয়। ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করেছে। আমরা দুর্ভাগা, তাই ম্যাচটা জিততে পারিনি।'
দলের দারুণ বোলিং নিয়ে সাকিব বলেন, 'বিষয়টা নিয়ে আমরা টিম মিটিংয়ে আলোচনা করেছি। এটা নিয়ে আমরা কথা বলেছি যে উইকেটের সাহায্য পেলে বোলাররা উত্তেজিত হয়ে পড়ে, তখন অনেক বেশি কিছু করার চেষ্টা করে। যেমন সাধারণত আমার শক্তি হচ্ছে আউটসুইং, কিন্তু এ পরিস্থিতিতে আমি ইনসুইংও করার চেষ্টা করি। তখনই এদিক সেদিক বল হয়। টিম মিটিংয়ে আমরা ঠিক করেছি যে নিজেদের মৌলিক কাজগুলোই করে যাব। আমরা ভালো জায়গায় বল করে যাব, বাকিটা বলই করবে।'
সাকিব অবশ্য জিততে চান পরের দুই ম্যাচ, 'ক্রিকেটটা তো টিম গেম। কখনো বোলাররা ভালো করবে, ব্যাটসম্যানরা ব্যাকআপ করবে। আবার কখনো ব্যাটসম্যানরা ভালো করবে, বোলাররা ব্যাকআপ করবে। এটা শেষ পর্যন্ত দলীয় খেলা। আমরা চেষ্টা করছি, যেন আমাদের খুব ভালো সমন্বয় হয়। তবে আমরা ভালো খেলছি। আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা আশা করি পরের দুই ম্যাচ আমরা অনেক ভালো করব। দুই ম্যাচেই জিতব এবং পরের পর্বে যাব।'
১৩ জুন রাত সাড়ে ৮টায় বাংলাদেশের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। গেল বিশ্বকাপেও ডাচদের কাছে হেরেছিল টাইগাররা, তবে অতীত নিয়ে ভাবছেন না সাকিব, 'ওটা অতীত হয়ে গেছে। নেদারল্যান্ডসের কাছে আমরা যে ম্যাচে হেরেছি, সেটা ছিল ওয়ানডে। এখন আমরা টি টোয়েন্টি খেলছি, যেটা একেবারেই ভিন্ন একটা ফরম্যাট।'
তানজিম সাকিবের মন্তব্য, 'মানসিকভাবে চিন্তা করলে আমরা অনেক শক্তশালী। আমাদের দলীয় একতা অসাধারণ। আমি মনে করি আমরা যদি এভাবে খেলতে থাকি, তবে কোনো দলই আমাদের কাছে ব্যাপার নয়। আর এটা নিয়ে আমরা আলোচনা করি যে টি১২০তে যেকোনো দলকে আমরা হারাতে পারি।'