কুবরার ৫ উইকেট পিংকির ২ রানের আক্ষেপ
প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডে ও টি২০ মিলিয়ে বাংলাদেশের হয়ে ৮০টি ম্যাচ খেলা খাদিজা তুল কুবরা অনেকদিন পর শিরোনামে অসাধারণ বোলিংয়ের কারণে। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে ৮ রানে ৫ উইকেট শিকার করেছেন। খেলাঘরের অফস্পিনার একাই ধসিয়ে দিয়েছেন জাবিদ ক্রিকেট ক্লাবকে। ৬০ ডেলিভারির ৫৫টি ডট বল করেন, যার মধ্যে মেডেন ওভার ৫টি।
নুজহাত সাবাহ ৩ উইকেট শিকার করলে ৩৪.১ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় ক্লাবটি। সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার মনিকা আক্তার। ওপেনিং জুটি ভাঙে ৩০ রানে। ৪২ রানে দশ উইকেট হারায় তারা।
জবাবে ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। ওপেনার আফিয়া আনাম ৩২ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিকেএসপিতে আরেক ম্যাচে ২ রানের জন্য সেঞ্চুরি পাননি রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদের টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ১০৫ বলে তিনটি ছয় ও ৮টি চারে ৯৮ রান করে সাজঘরে ফেরেন।
টাইগ্রেস ওয়ানডে দলের ব্যাটিং ভরসা। ওপেনার সাথী বর্মণ ৮৮ বলে ৭৬ রান করে আউট হন। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রানের বড় সংগ্রহ গড়ে রুপালি ব্যাংক।
জবাবে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রানের বেশি করতে পারেনি কলাবাগান। জান্নাতুল ফেরদৌসি তিথি ১২৮ বলে ৭৩ রানের ইনিংস খেলে ৫০তম ওভারে আউট হন। জাতীয় দলের পেসার দিশা বিশ্বাস ৯৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন।