ম্যাচ হেরে ফিল্ডিংকে দায়ী করলেন উইলিয়ামসন
প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের কাছে ৮৪ রানের বড় ব্যবধানে হেরেছে কিউইরা। আফগানদের কাছে এমন হারের কারণ হিসেবে দলের বাজে ফিল্ডিং আর ব্যাটিংকেই দায়ী করেছেন কেন উইলিয়ামসন।
দুটি ক্যাচ হাতছাড়া, স্টাম্পিং ও রান আউটের সুযোগ নষ্ট- আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ফিল্ডিং ছিল খুবই বাজে। পরে বিবর্ণ ব্যাটিংয়ে তাদের সঙ্গী হলো বড় হার। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন স্বীকার করে নিলেন, সব দিক থেকেই তাদের উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তবে দলের ফিল্ডিং নিয়ে ভীষণ হতাশ তিনি।
ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে হতাশা ঝরল উইলিয়ামসনের কণ্ঠে, 'আমার মনে হয়, সবচেয়ে হতাশাজনক অংশ ছিল প্রথম ১০ ওভারের ফিল্ডিং। এমন উইকেটে সম্মিলিতভাবে ফিল্ডিং ভালো না করলে প্রতিপক্ষকে আটকে রাখা কঠিন। প্রথম ভাগে অবশ্যই আমরা সুযোগ পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। যা আমাদের জন্য খুবই হতাশাজনক।'
'তারা (আফগানিস্তান) সব দিক থেকেই আমাদের উড়িয়ে দিয়েছে। এ ধরনের কঠিন উইকেটে ভালো সংগ্রহের জন্য তারা উইকেট হাতে রেখেছে এবং দারুণভাবে ব্যাটিং করেছে। আমাদের দিক থেকে টুর্নামেন্ট শুরুর জন্য মোটেও যথেষ্ট ছিল না। এটি খুব হতাশাজনক। আমাদের দ্রম্নত ঘুরে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ হয়ে পরের চ্যালেঞ্জের জন্য মনোযোগ দিতে হবে।'
'আমরা জানি, আরও ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ আসছে। ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ক্রিকেট খেলছে। ওই ম্যাচটি আমাদের
জন্য গুরুত্বপূর্ণ।'