বিশ্বকাপের পূর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে দৈন্যদশা। আশার আলো দেখাতে পারছিল না টপ অর্ডার। বিশ্বকাপে টাইগারদের নিয়ে স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছিল ক্রিকেট ভক্তরা। সবকিছু মিলিয়ে চলতি আসর শুরুর আগেই বাংলাদেশ দল নিয়ে হতাশ ছিল সমর্থকরা। সমালোচনায় জর্জরিত হতে হয়েছে শান্ত বাহিনীকে। তবে সবকিছু পিছনে ফেলে শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপের সূচনা করেছে টাইগাররা।
তবে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে সব আক্ষেপ ঘুচিয়েছে টাইগাররা। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সমালোচনায় জর্জরিত ক্রিকেটারদের মানসিকভাবে স্থির হওয়ার জন্য জয়টা খুব দরকার ছিল।
ম্যাচ শেষে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুস্তাফিজের প্রশংসা করে তামিম বলেন, 'মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।'
প্রসঙ্গ উঠে এসেছে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়ে। বড় আসর কিংবা দ্বিপাক্ষিক সিরিজ; দুদলের মধ্যে মাঠে একটা স্নায়ুযুদ্ধ চলতেই থাকে। সে লড়াইয়ে দল জেতায় খুশি তামিম। তিনি বলেন, 'সম্প্রতি বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বেশকিছু ঘটনা ঘটেছে। নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইমড আউট। এই জয়ে খুব খুশি।'
তিনি বলেন, 'জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।'
২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি২০ ম্যাচ খেলার পর নিজেকে এ সংস্করণ থেকে দূরে রেখেছেন তামিম। গত বছর অবসর নিয়ে নাটকীয়তা শেষে অবশ্য খোলা রেখেছেন ওয়ানডে দলে খেলার দরজা। বর্তমানে দলের সঙ্গে না থাকলেও ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনায় অভিজ্ঞ টাইগার ওপেনার খেলতে পারেন আগামী বছরের চ্যাম্পিয়ন ট্রফিতে।