রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

নামিবিয়াকে হারিয়ে গ্রম্নপের শীর্ষে স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক
  ০৮ জুন ২০২৪, ০০:০০
নামিবিয়াকে হারিয়ে গ্রম্নপের শীর্ষে স্কটল্যান্ড

নামিবিয়ার বিপক্ষে আগে তিনটি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছিল স্কটল্যান্ড। যার কোনোটাই জিততে পারেনি তারা। তবে বৃহস্পতিবার রাতে চতুর্থবারের দেখায় নামিবিয়াকে হারালো স্কটিশরা। এদিন আগে ব্যাটিং করে নামিবিয়া ১৫৬ রানের লক্ষ্য দেয় স্কটল্যান্ডকে। জবাবে খেলতে নেমে অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের ব্যাটে ৯ বল আগে ৫ উইকেটের দারুণ জয় পায় স্কটিশরা।

টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু করেছিল স্কটল্যান্ড। ১০ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেছিল ৯০ রান। কিন্তু বৃষ্টির মুখে ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে বৃহস্পতিবার রাতে নামিবিয়ার বিপক্ষে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। এই জয়ে তিন পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 'বি' গ্রম্নপের শীর্ষ দল স্কটিশরা।

ব্রিজটাউনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। প্রথম ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়ে দেওয়া নামিবিয়ার স্কোরবোর্ড যথেষ্ট সমৃদ্ধই ছিল। অধিনায়ক জেরার্ড এরাসমাসের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে নামিবিয়া তোলে ১৫৫ রান। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারে ওপেনার জ্যাক জারভিসকে (৭) হারায় স্কটল্যান্ড। মাইকেল জোনস ও ব্র্যান্ডন ম্যাকমুলেন মিলে ২২ বলে ২৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ২০ বলে ২৬ রান করে জোনস আউট হন। সঙ্গীকে হারিয়ে কিছুক্ষণের মধ্যে বিদায় নেন ম্যাকমুলেনও (১৯)।

এরপর অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের জুটিতে জয়ের পথটা পেয়ে যায় স্কটল্যান্ড। ৪২ বলে ৭৪ রানের জুটি করে লিস্ক যখন আউট হন, জয় থেকে তখন ৯ রান দূরে স্কটল্যান্ড। বাকি কাজটুকু অনায়াসেই শেষ করেন বেরিংটন। ১৯তম ওভারের তৃতীয় বলে লংঅন দিয়ে বিশাল ছক্কায় লক্ষ্যটা ছুঁয়ে ফেলে স্কটল্যান্ড। তবে ১৭ বলে ৩৫ রান এবং ১৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন লিস্ক। অধিনায়ক বেরিংটন ৩৫ বলে খেলেন ৪৭ রানের অপরাজিত ইনিংস। নামিবিয়ার বোলারদের মধ্যে জেরার্ড এরাসমাস ২৯ রানে নেন দুটি উইকেট। রুবেন ট্রাম্পেলম্যান, তানজেনি লুঙ্গামেনি ও তানজেনি লুঙ্গামেনি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক এরাসমাসের দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। ইয়ান গ্রিনও ২৭ বলে ২৮ রান করে দলের স্কোরকে দেড়শো ছাড়িয়ে যেতে ভূমিকা রাখেন। বোলিংয়ে অবদান রাখার আগে অধিনায়ক এরাসমানও চমৎকার ব্যাটিং করেছেন। ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় নামিবিয়ার অধিনায়ক খেলেন ৫২ রানের ইনিংস। স্কটিশ বোলারদের মধ্যে ব্র্যাড হোয়েল ৩৩ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন ব্র্যাড কারি।

সংক্ষিপ্ত স্কোর :

নামিবিয়া : ২০ ওভারে ১৫৫/৯ (কোটজে ০, ডেভিন ২০, ফ্রাইলিঙ্ক ১২, এরাসমাস ৫২, ক্রুগার ২, গ্রিন ২৮, ভিসা ১৪, স্মিট ১১, শুলজ ৬*, লুনগামেনি ০*; হুইল ৩/৩৩, কুরি ২/১৬, সোল ১/২৩, ওয়াট ০/৩৯, গ্রিভস ১/২৪, লিস্ক ১/১৬)

স্কটল্যান্ড : ১৮.৩ ওভারে ১৫৭/৫ (মানজি ৭, জোন্স ২৬, ম্যাকমুলান ১৯, বেরিংটন ৪৭*, ক্রস ৩, লিস্ক ৩৫, গ্রিভস ৪*; ট্রাম্পেলমান ১/৩৬, ভিসা ০/৩০, লুনগামেনি ১/৩৯, শুলজ ১/২০, এরাসমাস ২/২৯)

ফল : স্কটল্যান্ড ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা : মাইকেল লিস্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে