রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপকে দুর্দান্ত ব্যাপার বলছেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক
  ০৮ জুন ২০২৪, ০০:০০
বিশ্বকাপকে দুর্দান্ত ব্যাপার বলছেন উইলিয়ামসন

অবশেষে টি২০ বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। বছর দশেক আগেও আফগানদের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে দেখা যেত না খুব একটা। এখন তারাই তিন ফরম্যাটে যেকোনো দলের জন্য ভয়ের কারণ।

আফগানদের উঠে আসার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্বকাপ। এবার প্রথমবারের মতো ২০ দল নিয়ে টি২০ বিশ্বকাপ হচ্ছে। পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলেরই প্রতিনিধিরা সুযোগ পেয়েছেন। এত দলের বিশ্বকাপকে ভালো চোখেই দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন।

অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'এটা আসলে দুর্দান্ত ব্যাপার। আমার মনে আছে যখন আমি প্রথম বিশ্বকাপ খেলি, তখন বেশি দল ছিল। এ ধরনের বাড়তি সুযোগ দলগুলোকে লাভবান করে। এরপর টুর্নামেন্টের সময় যেকোনো কিছু হতে পারে। এটাই খেলার সৌন্দর্য। কিন্তু দিনশেষে এটা খেলার উন্নয়নই করবে।'

কার দিকে চোখ রাখছে কিউইরা?

উইলিয়ামসন বলেন, 'তাদের দলে অনেকেই এখন আছেন। সত্যি বললে সব খেলোয়াড়ই, ভীষণ স্কিলফুল একটা দল আফগানিস্তানের। এই টুর্নামেন্টেরই ভালো কয়েকটা বোলিংয়ের একটা তাদের। আমরা ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায়ও দেখেছি। তারা কীভাবে জড়িয়ে আছে, কত সংখ্যায় তারা খেলে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে