রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বাবরের কণ্ঠে হতাশা

ক্রীড়া ডেস্ক
  ০৮ জুন ২০২৪, ০০:০০
বাবরের কণ্ঠে হতাশা

বিশ্বকাপ যাত্রার শুরুর ম্যাচেই হোঁচট খেল গত আসরের রানার্সআপ পাকিস্তান। মূল ম্যাচে অনেক সংগ্রাম করে হার এড়ালেও সুপার ওভারে বাজে বোলিং-ব্যাটিংয়ে হেরেছে দল। ছোট দলের কাছে এমন হারের পর হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক বাবর আজম।

বিশ্বকাপের মঞ্চে, পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষে ক্রিকেটে নবীন যুক্তরাষ্ট্রের জয়। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মুদ্রার উল্টোপিঠে পাকিস্তান ক্রিকেটের জন্য একটি হতাশার দিন। স্বাভাবিকভাবে হতাশা ঝরেছে অধিনায়ক বাবরের কণ্ঠে। হারের জন্য দলের তিন বিভাগেরই ব্যর্থতা দেখছেন তিনি। দারুণ খেলে জয় ছিনিয়ে নেয়ায় কৃতিত্ব দিয়েছেন প্রথম বিশ্বকাপ খেলা যুক্তরাষ্ট্রকেও।

বাবর বলেন, 'আমি হতাশ। তিন (বোলিং, ফিল্ডিং, ব্যাটিং) বিভাগে, আমরা ভালো খেলিনি। আমরা এর চেয়ে ভালো ব্যাট করি। বোলিংয়ে প্রথম ৬ ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিতে পারেনি। যেটা আমাদের চাপে ফেলেছিল। দশ ওভার পর (বোলিংয়ে) আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারা যেভাবে শেষ করেছে, সুপার ওভারে ম্যাচ জিতে নিয়েছে, কৃতিত্ব তাদের।'

বাবর বলেন, 'সে (আমির) খুবই অভিজ্ঞ বোলার। সে জানে কীভাবে বল করতে হয়। ফিল্ডিং সেটআপ অনুযায়ী আমাদের বল করার পরিকল্পনা ছিল। যুক্তরাষ্ট্র দারুণ ব্যাটিং করেছে। যখন উইকেটকিপারের কাছে বল যাচ্ছিল, তারা রান বের করে নিচ্ছিল। আমার মনে হয়, সুপার ওভারে সেটা ব্যাটারদের জন্য বাড়তি পাওয়া ছিল।'

বাবর অবশ্য হারের জন্য নিজের ধীর গতির ইনিংসের দায় দেখছেন না। তার মতে, জুটি গড়ার পর আবার পরপর উইকেট পড়াতে তারা ম্যাচ থেকে ছিটকে যায়। তিনি দায় দেখছেন মিডল অর্ডারের।

বাবর বলেন, 'প্রথম ৬ ওভারে পেস বোলার কিছুটা সুবিধা পেয়েছিল। কিন্তু তারপর আমার মনে হয়নি উইকেট কঠিন ছিল। আমাদের পরিকল্পনা ছিল যতটা জুটি বড় করা যায়। আমি আর শাদাব যে জুটি গড়েছি তাতে ম্যাচ আমাদের পক্ষে এসেছিল। কিন্তু পরপর আবার উইকেটের পতন, সেটা আমার মতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মুহূর্ত ছিল। পেশাদার দল হিসেবে এমন দলের বিপক্ষে আপনাকে মিডল অর্ডারে ভালো করতে হবে। এটা কোনো অজুহাত নয়। আমরা খারাপ খেলেছি।'

বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে হার। প্রস্তুতির ঘাটতিতেই কী ছোট দলের বিপক্ষে এভাবে পরপর হোঁচট খেল দল? বাবর অবশ্য প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না। ছোট দলকে মানসিকভাবে কিছুটা হালকাভাবে নিলেও মূলত মাঠে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে না পারাটাকে ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন তিনি।

বাবর বলেন, 'যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলতে আসবেন, অবশ্যই সেরা প্রস্তুতি নিয়ে আসেন। ছোট দল পেলে আপনি মানসিকভাবে কিছুটা হালকা অনুভব করতে পারেন। কিন্তু পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয়, তাহলে যে দলই হোক, ব্যর্থ হবেন। প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দল হিসেবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ম্যাচে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে