রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

প্রতিপক্ষ নয়, শান্তর চিন্তা টপ অর্ডার ব্যাটিং

সবসময় তো সমর্থকদের প্রত্যাশা থাকে এবং সবাই চায়, আমরা ভালো ক্রিকেট খেলি। সেই জায়গাটা থাকবে এবং আমরাও চাই আমরা কত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে ওই ম্যাচটাতে আমাদের পরিকল্পনা ব্যবহার করছি এবং আমাদের যে শক্তি আছে সেটা অনুযায়ী খেলছি কিনা। নাজমুল হোসেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
  ০৮ জুন ২০২৪, ০০:০০
প্রতিপক্ষ নয়, শান্তর চিন্তা টপ অর্ডার ব্যাটিং

বিশ্বকাপ শুরু হয়েছে প্রায় সপ্তাহ গড়িয়েছে। তবে এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের। শনিবার সকালে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে শান্তর দল। বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না টাইগার অধিয়ানায়ক নাজমুল হোসেন শান্ত। বরং টপ অর্ডার নিয়ে চিন্তিত তিনি।

লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে কথা বলেছেন শান্ত। সেখানে তিনি বলেন, 'সবসময় তো সমর্থকদের প্রত্যাশা থাকে এবং সবাই চায়, আমরা ভালো ক্রিকেট খেলি। সেই জায়গাটা থাকবে এবং আমরাও চাই আমরা কত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে ওই ম্যাচটাতে আমাদের পরিকল্পনা ব্যবহার করছি এবং আমাদের যে শক্তি আছে সেটা অনুযায়ী খেলছি কিনা।'

শান্ত বলেছেন, তিনি শুধু নিজের দল নিয়ে ভাবছেন। কীভাবে দলকে পরিকল্পনা মোতাবেক খেলানো যায় সেটাই শান্তর পরিকল্পনা। টাইগার অধিনায়ক বলেন, 'তাদের ম্যাচটা ভালো যায়নি কিন্তু তারা কী অনুভব করছে সেটা নিয়ে ভাবছি না।'

লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের বড় চিন্তার নাম টপ অর্ডার। এই টপ অর্ডার রান পাচ্ছে না। এমনকি অধিনায়ক শান্তও নেই ছন্দে। অভিজ্ঞ রিয়াদ দলকে টানছেন। তবে বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন আশা শান্তর।

বাংলাদেশের অধিনায়ক বলেন, 'সাম্প্রতিক খুবই সত্য টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। কিন্তু শনিবার দিনটা পুরোপুরি নতুন দিন এবং আপনি যেটা বললেন অনুশীলনে যার যে জায়গায় সমস্যা আছে সবাই শতভাগ দিচ্ছে। আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে।'

এদিকে দলের অনুশীলনে দেখে আশাবাদী শান্ত। তিনি বলেন, 'অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। অনুশীলন দেখে বা নেটে ব্যাটিং করেছি সবাই তাতে মনে হয়েছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আমরা কেউই জানি না কে ভালো খেলবে, কে খারাপ খেলবে। নতুন দিনটায় আমার মনে হয় যে থিতু হবে, ভালো শুরু করবে, তার খুব বড় দায়িত্ব খেলাটা কীভাবে শেষ করছে। আশা করছি, যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে ওইটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ভালো ম্যাচ হবে।'

চলতি টি২০ বিশ্বকাপে যেসব স্টেডিয়ামে খেলা হচ্ছে, তার অধিকাংশই সাম্প্র্রতিক সময়ে বানানো হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম তিনটি। এসব মাঠে ড্রপ ইন পিচ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আউট ফিল্ডের অবস্থাও বেশ বাজে। সব মিলিয়ে এসব উইকেটে রীতিমতো সংগ্রাম করছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে উইকেটের বিষয়টি বাইরে রেখে বিশ্বমঞ্চে নিজেদের সেরাটাই দিতে চান টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। উইকেটের অজুহাত দিতে চান না তিনি।

শান্তর ভাষ্য, 'আসলে আমরা খেলাটা যখন শুরু করব, তখন বুঝতে পারব কত রানের উইকেট বা কত রান আমরা ডিফেন্ড করতে পারব, এটা (আগে থেকে) বলা মুশকিল। সব মিলিয়ে আমার কাছে মনে হয় নতুন বলে ব্যাটিং করাটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা দলের জন্য। তবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই।'

তিনি যোগ করেন, 'আমার মনে হয় সবাই ভালো অবস্থানে আছে (মানসিকভাবে)। প্র্যাকটিসে বা কীভাবে খেলতে চায় ম্যাচটা এগুলো নিয়ে মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে এটা বলতে পারি। শনিবার আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ। এটা সত্য সবাই একটু হলেও নার্ভাস থাকবে। আমরা কীভাবে এটা হ্যান্ডেল করছি এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব, যে এখানে অনেক অভিজ্ঞ পেস্নয়ার আছে যাদের আগের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করি।'

নিজেদের লক্ষ্য নিয়ে টপ-অর্ডার এই ব্যাটারের মন্তব্য, 'এই কন্ডিশনে কীভাবে আমরা একটি ভালো শুরু পেতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা ব্যাটিং করি। যদি বোলিং করি বোলারদের লক্ষ্য থাকবে আমরা কীভাবে দ্রম্নত উইকেট নিতে পারছি। যখন খেলাটা শুরু হবে এগুলো দ্রম্নত মানিয়ে নিতে হবে। আমার মনে হয় না এই উইকেটটা দিয়ে চিন্তার কোনো কারণ আছে। যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ।'

বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করতে লম্বা সময় পেয়েছিল লাল-সবুজেরা। তবে ঠিকমতো প্রস্তুতি হলো কিনা, তা নিয়েও নানা আলোচনা-সমালোচনা আছে। এ প্রসঙ্গে শান্তর ভাষ্য, 'সবাই ভালোমতো প্রস্তুত। ফ্যাসিলিটিজ যতটাই ছিল, আমরা নেওয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবেই। এরপরও যতটা ভালো নেওয়া যায়, প্র্যাকটিসে থেকে, ততটা নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, সবাই খুব ভালোমতোই প্রস্তুত আছে।'

লঙ্কানদের বিপক্ষে উইকেট কেমন হতে পারে প্রশ্নে শান্ত বলেন, 'এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার কিছু আছে। যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, স্কিল আছে; সেই স্কিলের ওপর বিশ্বাস করে খেললেই হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে