রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুরু ভারতের

ক্রীড়া ডেস্ক
  ০৭ জুন ২০২৪, ০০:০০
আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুরু ভারতের

উইকেটে সিম মুভমেন্ট মিলল যথেষ্ট। সঙ্গে অসমান বাউন্স। ভারতের চার পেসারের সামনে খাবি খেলেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। গুটিয়ে গেল তারা একশর আগেই। রোহিত শর্মার ফিফটিতে ভারত সেই রান পেরিয়ে গেল অনায়াসে। বড় জয়ে শুরু হলো তাদের টি২০ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের অভিযান।

টি২০ বিশ্বকাপে বুধবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পায় রোহিত শর্মার দল ভারত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 'এ' গ্রম্নপের ম্যাচে ৯৭ রানের লক্ষ্য ৪৬ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে ২০০৭ আসরের চ্যাম্পিয়নরা। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে আট ম্যাচ খেলে সবগুলোই জিতল ভারত। এদিন আইরিশদের অল্পে থামাতে ভারতের চার পেসার মিলে ভাগ করে নেন ৮ উইকেট। ৩ ওভারে

একটি মেডেনে স্রেফ ৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ভারতীয় ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ।

টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে যায়। তৃতীয় ওভারে এসে দুটি উইকেট নেন আর্শদিপ সিং। তাকে স্কয়ার লেগের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ব্যাটের আগায় লাগে পল স্টার্লিংয়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে