স্কটিশদের সামনে বাধা নামিবিয়া

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টি২০ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনে মুখোমুখি হতে যাচ্ছে নামিবিয়া ও স্কটল্যান্ড। প্রথম সাক্ষাৎকে স্মরণীয় করে রাখতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দু'দল। বিশ্বকাপের 'বি' গ্রম্নপে আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে বাংলাদেশ সময় রাত ১টায় খেলতে নামবে আফ্রিকার দেশ নামিবিয়া ও ইউরোপের দেশ স্কটল্যান্ড। এ দিন রাত সাড়ে ৮টায় কানাডা ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই দু'টি খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। ওয়ানডেতে দেখা হলেও, টি২০তে কখনো মুখোমুখি হয়নি নামিবিয়া ও স্কটল্যান্ড। ওয়ানডেতে ৫ বারের মোকাবিলার স্কটল্যান্ডের জয় তিনটি ওনামিবিয়ার জয় একটি। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৮ সালে স্কটল্যান্ড সফরে এক ম্যাচের ওয়ানডে সিরিজে এডিনবার্গে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নামিবিয়াকে ৬ রানে হারিয়েছিল স্কটিশরা। এবার বিশ্বকাপের মঞ্চ দিয়ে প্রথমবারের মতো টি২০-তে দেখা হচ্ছে নামিবিয়া ও স্কটল্যান্ডের। বিশ্বকাপের মঞ্চ বলেই এ ম্যাচ নিয়ে অনেক বেশি সতর্ক দু'দল। চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না দল দু'টি।