রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

লড়াই করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হার

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ জুন ২০২৪, ০০:০০
কিংস অ্যারেনাতে বৃহস্পতিবার বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ-বাফুফে

বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অতীতের স্মৃতির সঙ্গে যদি বৃহস্পতিবারের ম্যাচটা তুলনা করা হয়, তবে নিঃসন্দেহেই জামাল-তপু-মিতুলদের প্রশংসা প্রাপ্য।র্ যাংকিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষেই কিংস অ্যারেনাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চোখে চোখ রেখে লড়লেন ক্যাবরেরার শিষ্যরা। 'আই' গ্রম্নপে মেলবোর্নে যেই দলটির বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয়েছিল ৭-০ গোলের হারে! সেই অস্ট্রেলিয়াই বৃহস্পতিবার মাত্র ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। যার মধ্যে আবার একটি আত্মঘাতী গোল।

বাংলাদেশ র্(যাংকিং ১৮৪) থেকের্ যাংকিংয়ে বহুগুণে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া র্(যাংকিং ২৪) ভয়ংকর হয়ে উঠবে সেটা জানাই ছিল তপু-মেহেদীদের। তাই প্রস্তুতি নিয়েই বৃহস্পতিবার মাঠে নেমেছিলেন। প্রথম গোল আদায় করে নিতে শক্তিধর অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ২৯ মিনিট। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্ট্রেলিয়া। ৪ মিনিটে ডানপ্রান্ত থেকে বক্সের ভেতর মিচেল ডিউকের ক্রস ক্লিয়ার করেন তপু বর্মণ। পরের মিনিটেই বক্সের মাথা থেকে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ইরানকোন্দার শট পোস্ট ছেড়ে এগিয়ে এসে গ্রিপ করেন মিতুল মার্মা। ১০ মিনিটে বল নিয়ে অস্ট্রেলিয়ার অর্ধে ঢুকে পড়েন ফরোয়ার্ড রাকিব, বল ক্লিয়ার করেন অস্ট্রেলিয়ার কী রাউয়েলস। থ্রোইন পায় বাংলাদেশ। তবে তাতে কোনো সুযোগ সৃষ্টি হয়নি। ১২ মিনিটে বা প্রান্ত থেকে অস্ট্রেলিয়ার রায়ানের কর্নারে বক্সে বল পেয়ে হেড নিতে চেয়েছিলেন সতীর্থ ফুটবলার। মিতুল বল ফিস্ট করেন। এই ১২ মিনিটের মধ্যে প্রায় অর্ধডজন সেটপিস আদায় করে নেয় বিশ্বকাপ খেলা দলটি। ১৯ মিনিটে বা প্রান্ত থেকে আরভাইনের ক্রস বক্সে পেয়ে হেড নিয়েছিলেন ইয়েঙ্গী। কিন্তু এবারও মিতুলকে পরাস্ত করতে পারেননি। ১৭ মিনিটে ইরানকোন্দার শট আটকে দেন মিতুল। তবে ৩০ মিনিটে ঠিকই ম্যাচে লিড নেয় অস্ট্রেলিয়া। বা প্রান্ত থেকে ফরোয়ার্ড রাস্টিচের শট পা দিয়ে ক্লিয়ার করতে যান মেহদী মিঠু। কিন্তু বল ঢুকে যায় বাংলাদেশের জালে (আত্মঘাতী) (১-০)। ৩৮ মিনিটে আরভাইনের পাসে বল নিয়ে বাংলাদেশের বক্সে ঢুকে পরেন জর্ডান বোস। তবে দারুণ দক্ষতায় তাকে রুখে দেন ডিফেন্ডার তপু বর্মণ। গ্যালারির দিকে হাত উঁচিয়ে দর্শকদের আরও বেশি সমর্থন দিতে ইশারা করেন তপু। জেগে উঠে গ্যালারি। ৪৩ মিনিটে বা প্রান্ত থেকে অস্ট্রেলিয়ান মিডফিল্ডার কন্নর ম্যাটকেলফির ক্রস হেডে ক্লিয়ার করেন তপু বর্মণ। ফিরতি বলে চেষ্টা করেছিলেন ডিউক। তবে দক্ষতার সঙ্গেই বল গ্রিপ করেন মিতুল। ৪৫ মিনিটে বা প্রান্ত ধরে বল নিয়ে গিয়ে পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন বাংলাদেশি ডিফেন্ডার ইসা ফয়সাল। তবে বল চলে গেছে বারের অনেক উপর দিয়ে। এই ম্যাচে বাংলাদেশ দলে ছিল কিছু পরিবর্তন। নিয়মিত অধিনায়ক জামাল ভুইয়াকে দেখা যায়নি মূল একাদশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে