আজ শক্তিধর অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বুধবার কিংস অ্যারেনায় শেষ বারের মতো নিজেদের ঝালিয়ে নেন জামাল ভূঁইয়ারা -বাফুফে
বিশ্বকাপ বাছাইপর্বে আজ শক্তিধর অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 'আই' গ্রম্নপের ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনাতে আজ বিকাল ৫.৪৫ মিনিটে সকারুসদের মোকাবিলা করবে স্বাগতিকরা। ম্যাচটা সহজ হবে না, তবে দর্শকদের সমর্থন আশা করছেন জামাল ভুইয়ারা। তাদের বিশ্বাস দর্শক সমর্থন পেলে আজ ভালো ফুটবল উপহার দিতে পারবেন তারা। বাছাইপর্বের একবারের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল জামালরা। মেলবোর্নের আমি পার্কে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের নেই সুখকর কোনো স্মৃতি। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়েও বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একই গ্রম্নপে পড়েছিল। সেবারও বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। ফিফার্ যাংকিংয়ে সাবেক এশিয়ান চ্যাম্পিয়নরা রয়েছে ২৪তম স্থানে। বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধান অনেক। লাল-সবুজ দল রয়েছে ১৮৪তম স্থানে। বৃহস্পতিবার ম্যাচ ভেনু্যতে অনুশীলন করে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয় উভয় দল। তার আগে কিংস এ্যারেনায় অনুষ্ঠিত হয় ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলন। যাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কোচ ও অধিনায়ক। সেখানে তারা নিজেদের লক্ষ্যের কথা জানান।    সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, 'অস্ট্রেলিয়া এশিয়ার অন্যতম সেরা দল। খুব সম্ভবত বিশ্বেরও অন্যতম সেরা। শারীরিক দিক দিয়ে ওরা অনেক এগিয়ে। আশা করি, ম্যাচে আমরা ওদের খুব বেশি সেট পিস উপহার দেব না। অবশ্যই এ ম্যাচে আমরা লড়াই করব।' বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া বলেন, 'অবশ্যই আমরা লড়াই করব। এখানে যারা খেলা দেখতে আসবে, তাদের ভালো একটা পারফরম্যান্স উপহার দিতে চাই। দেখাতে চাই আমরাও একটা ভালো দল হয়ে উঠেছি।' ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন, 'দর্শকদের বলব আপনারা বিগত দিনগুলোতে আমাদের যেমন সমর্থন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও সেভাবে মাঠে এসে আমাদের সমর্থন দিবেন। আমরা আপনাদের হতাশ করব না।' ডিফেন্ডার রহমত মিয়া বলেন, 'দর্শকদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা জোগায়। আপনারা মাঠে আসুন। আমরা আপনাদের আশাহত করব না ইনশালস্নাহ' অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড বলেন, 'আমার দলের খেলোয়াড়দের বলেছি বাংলাদেশ নিয়ে। তারা কেমন খেলে সে সম্পর্কে। খেলোয়াড়দের বলেছি, কার বিপক্ষে খেলছে তারা, সেটি বড় কথা নয়। নিজেদের খেলাটাই খেলে যেতে হবে। বাংলাদেশ দলের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা আছে। প্রতিপক্ষকে হারাতে আমাদের যেটা করা দরকার, আমরা সেটিই করব।'  বিশ্বকাপের পরবর্তী রাউন্ড  অনেকটা নিশ্চিত করে ফেলছে অস্ট্রেলিয়া ফুটবল দল। বর্তমানে তারা গ্রম্নপ আই-এর পয়েন্ট তালিকার সবার আগে অবস্থান করছে। ৪ ম্যাচ খেলে ৪টিতেই জয় পেয়েছে তারা। প্রতিপক্ষের জালে ১৫ বার বল পাঠালেও বিপরীতে একটি গোলও হজম করেনি গ্রেহাম আর্নোল্ডের শিষ্যরা। এরপরেই আছে ফিলিস্তিন ৪ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। পরের দুই অবস্থানে আছে যথাক্রমে লেবানন ও বাংলাদেশ।