দুবার হ্যাটট্রিকের সুযোগ হারিয়ে ফারুকির আক্ষেপ

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আফগান বোলার ফজলহক ফারুকি -ওয়েবসাইট
প্রথম ওভারে পরপর দুই বলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেন ফজলহক ফারুকি। টানা তৃতীয় উইকেটের খোঁজে করলেন ইয়র্কার ডেলিভারি। কোনোমতে ঠেকালেন রিয়াজাত আলি শাহ। নতুন স্পেলে ফের দুই বলে ফারুকি নিলেন দুই উইকেট। এবারও হলো না হ্যাটট্রিক! গায়ানায় মঙ্গলবার টি২০ বিশ্বকাপের ম্যাচে উগান্ডার বিপক্ষে দুই ওভারে দুইবার সুযোগ তৈরি করেও হ্যাটট্রিক নিতে পারেননি ফারুকি। তাতে অবশ্য আক্ষেপ নেই তার। সামনে আরও ভালোভাবে চেষ্টা করার কথাই বললেন তিনি। ৪ ওভারে মাত্র ৯ রানে ৫ উইকেট নিয়ে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। বিশ্বকাপে আফগানিস্তানের সেরা বোলিং এটি। সবমিলিয়ে আন্তর্জাতিক টি২০তে আফগানদের দ্বিতীয় সেরা। উগান্ডার ইনিংসের প্রথম ওভারে রোনাক প্যাটেল ও রজার মুকাসাকে ফেরান ফারুকি। পরে দ্বাদশ ওভারে আবার বোলিংয়ে এসে প্রথম দুই বলে নেন রিয়াজাত আলি শাহ ও ব্রায়ান মাসাবা। এ দফায়ও হ্যাটট্রিক করতে পারেননি। তবে ওভারের শেষ বলে রবিনসন ওবুয়াকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। ম্যাচ শেষে সেরার পুরস্কার গ্রহণ করে ফারুকি বলেন, এর আগেও বেশ কয়েকবার মিস করেছেন হ্যাটট্রিকের সুযোগ। 'এই জয়ে আফগানিস্তানের সকল সমর্থককে অভিনন্দন জানাতে চাই। আমার ক্যারিয়ারে এরই মধ্যে হয়তো ৭-৮ বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও করতে পারিনি। এটি আসলে আমার নিয়ন্ত্রণে নেই। ভবিষ্যতে আরও ভালোভাবে চেষ্টা করব।'