শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান সৌম্য

ক্রীড়া প্রতিবেদক
  ০৪ জুন ২০২৪, ০০:০০
বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান সৌম্য

টেক্সাসে পর্দা উঠছে টি২০ বিশ্বকাপের। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে এখনো মাঠে নামেনি বাংলাদেশ। মাঠে না নামলেও বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত সৌম্য সরকার। বড় কিছু করার স্বপ্নও দেখেন টাইগার এই ওপেনার। স্বপ্ন দেখেন বৈশ্বিক মহাযজ্ঞের শিরোপা উলস্নাসের।

চতুর্থবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গী সৌম্য সরকার। আগের তিন আসরে কথা বলেনি তার ব্যাট। সাফল্য পায়নি বাংলাদেশও। তবে ২০২৪ সালের আসরটাকে স্মরণীয় করে রাখতে চান সৌম্য। দলকেও উপহার দিতে চান ভালো কিছু। স্বপ্ন দেখেন চ্যাম্পিয়ন হওয়ার।

শুরু হয়ে গেছে চার-ছক্কার জাঁকজমকপূর্ণ আসর টি২০ বিশ্বকাপ। বাংলাদেশের মিশন শুরু হবে ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ আর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। যদিও সে ম্যাচগুলোতে শান্ত বাহিনীদের পারফরম্যান্স ছিল হতাশার। কিন্তু এবারের বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী সৌম্য সরকার।

সবশেষ তিন বিশ্বকাপে দু্যতি ছড়াতে পারেননি সৌম্য। ২০১৬, ২০২১ ও ২০২২ বিশ্বকাপে মোট ১৫ ম্যাচ খেলে ১০.০৭ গড়ে ১৫১ রান করেছেন সৌম্য। সর্বোচ্চ রানের ইনিংস ২১। এ ১৫ ইনিংসে ডাক আছে ৩টি। তবে এবারের আসরকে স্মরণীয় করে রাখতে চান তিনি। দলকে উপহার দিতে চান ভালো কিছু।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে প্রকাশিত সাক্ষাতকারে সৌম্য বলেন, '২০১৫ সালে প্রথম বিশ্বকাপ (ওয়ানডে) খেলেছিলাম। এবারও একই উদ্দীপনা কাজ করবে। আগের বিশ্বকাপগুলোতে ভালো কিছু করতে পারিনি, ২০২৪টা স্মরণীয় করে রাখতে চাই। চেষ্টা করব ২০২৪ সাল আমার জন্য স্মরণীয় করে রাখতে, পাশাপাশি দলকে যেন ভালো কিছু একটা উপহার দিতে পারি।'

তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, জাকের আলীদ ও রিশাদ হোসেনদের মতো একাধিক তরুণ ক্রিকেটার নিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা করেছে বাংলাদেশ। তবে অভিজ্ঞদের সংখ্যাটাও কম নয়। আগের আট আসরের সবগুলো খেলা সাকিব আল হাসান, সাত বিশ্বকাপ খেলা মাহমুদউলস্নাহ রিয়াদের সঙ্গে বাংলাদেশ দলে দীর্ঘ সময় ধরে খেলছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। সৌম্যের মতে, সবার অভিজ্ঞতা এক সঙ্গে কাজে লাগানো গেলে আসরে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ।

সৌম্য বলেন, 'আমাদের সঙ্গে অভিজ্ঞ সাকিব ভাই, রিয়াদ ভাইরা আছেন। আমরাও যারা অনেকদিন ধরে খেলছি, তারাও আছি। সবার অভিজ্ঞতা যদি এক সঙ্গে কাজে লাগাতে পারি, একত্রিত হয়ে মিলিতভাবে খেলতে পারি, একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারব।'

আগের আট বিশ্বকাপের সবকটি আসর খেলা বাংলাদেশ কখনো সেমিফাইনালের মঞ্চে পা রাখতে না পারলেও সৌম্য স্বপ্ন দেখেন চ্যাম্পিয়ন হওয়ার। তিনি বলেন, 'আমি সব সময় স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। এটা আমার ব্যক্তিগত চিন্তা, আমি সব সময় স্বপ্ন বড় দেখতে পছন্দ করি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব। এরপর মাঠে ভালো খেলব বা খারাপ খেলব তার ওপর নির্ভর করে কিন্তু স্বপ্ন বড় দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব সেরাটা দেওয়ার। আগের দুই বিশ্বকাপে ভালো কিছু করিনি, ২০২৪ স্মরণীয় করে রাখতে চাই।'

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া শান্তর নেতৃত্বে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসর খেলতে পাড়ি দিয়েছে টাইগাররা। নেতৃত্বে তরুণ হলেও তার ওপর ভরসা রাখছেন সৌম্য। তিনি বলেন, 'শেষ শ্রীলংকা সিরিজে ওর সঙ্গে খেলেছি। সে সব সময় দলকে এক সঙ্গে রাখার চেষ্টা করে। আমার পক্ষ থেকে তাকে শুভ কামনা। আশা করি, নেতৃত্বের মধ্যে দিয়ে এবার সে বাংলাদেশকে নতুন কিছু উপহার দেবে।'

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় হার। বাংলাদেশ দলের হতশ্রী পারফরম্যান্সে হতাশ সমর্থকরা।

সমর্থকদের উদ্দেশ্যে সৌম্য বলেন, 'খেলায় ভালো খারাপ থাকে, জয়-পরাজয় থাকে। আমরা খেলোয়াড়রা চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার। সেখান থেকে তারা (দর্শকরা) যেন আনন্দটা খুঁজে নিতে পারে।'

৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১০ জুন দক্ষিণ আফ্রিকার মোকাবিলায় মাঠে নামবে বাংলাদেশ। 'ডি' গ্রম্নপে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে