ভালো কিছু উপহার দিতে চান পুরান

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথম দল হিসেবে দুটি টি২০ বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজের একদমই ভালো যায়নি সবশেষ দুই আসর। ওই ব্যর্থতা ভুলে এবার ঘরের মাঠের বিশ্ব আসরে সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান নিকোলাস পুরান। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য পূরণে ম্যাচ উইনারে ঠাসা দল নিয়ে বেশ আশাবাদী ক্যারিবিয়ান এই বিধ্বংসী ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ায় দুই বছর আগে সবশেষ টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে ছিলেন পুরান। তুলনামূলক সহজ গ্রম্নপে পড়লেও সেবার তিন ম্যাচের দুটিতে হেরে প্রথম পর্বে বাদ পড়ে যায় ক্যারিবিয়ানরা। তাদের টপকে সুপার টুয়েলভে ওঠে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এর আগে ২০২১ সালের আসরেও প্রত্যাশা মেটাতে পারেননি পুরান, আন্দ্রে রাসেল, এভিন লুইসরা। সুপার টুয়েলভে ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে থামে তাদের বিশ্বকাপ যাত্রা। পাঁচ ম্যাচে তারা জেতে মোটে একটি, বাংলাদেশের বিপক্ষে। অথচ ওই দুই বিশ্বকাপের আগে টি২০ সবচেয়ে সফল দল ছিল ক্যারিবিয়ানরাই। তখন পর্যন্ত দুইবার চ্যাম্পিয়ন হওয়া একমাত্র দলও ছিল তারা। কিন্তু সবশেষ দুই আসরে নিজেদের মানের ধারে-কাছেও ছিল না দলটি। এবার পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলতে চান পুরান। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, ঘরের মাঠের নিজেদের দর্শকদের সামনে ২০১২ ও ২০১৬ বিশ্বকাপ জেতার মুহূর্ত ফিরিয়ে আনতে চান তারা। প্রায় দুই বছর পর এখানে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) এসে দলের সবাই ওই দুটি বিশ্বকাপ জেতার বিশেষ সেই অনুভূতি পেতে চায়। আমার মনে হচ্ছে, সবাই আবারও ওই মুহূর্তটা চায়। তারা জয়ী দলের অংশ হতে চায়। নিজ দেশের সমর্থকদের সামনে এটি করতে পারা হবে বিশেষ কিছু। আমরা জানি এখানে আমাদের সামনে ঠিক কী আছে। নিজেদের পুনরায় আগের জায়গায় নেওয়া, ক্যারিবিয়ান ও বিশ্বজুড়ে আমাদের সমর্থকদের খুশি করার একটি সুযোগ আছে আমাদের সামনে। এবার আমরা ক্রিকেটার হিসেবেও আগের চেয়ে ভালো।'