সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে না

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নতুন টুর্নামেন্ট হিসেবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ চালিয়ে আসছিল বেশ কয়েক বছর ধরে। কিন্তু পৃষ্ঠপোষকতা সংক্রান্ত জটিলতার কারণে ফাইলবন্দি হয়েই থাকছে সাফের এই পরিকল্পনা। গত বছর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন জোর দিয়েই বলেছিল তারা ২০২৪ সাল অর্থাৎ চলতি বছরের জুন-জুলাইয়ে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর আয়োজন করবে। কীভাবে হবে তার ফরমেশনও ঠিকঠাক করেছিল দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই সংগঠনটি। এই অঞ্চলের সাত দেশের আটটি দল নিয়ে সেন্ট্রাল ভেনু্যতে ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনে কথা বলেছিলেন সাফের কর্মকর্তারা। এর মধ্যে ফিফার্ যাংকিংয়ে শীর্ষে থাকা দেশ থেকে দু'টি ক্লাব এবং বাকি ছয় দেশের একটি করে ক্লাব অংশ নেবে টুর্নামেন্টে। ঘরোয়া মৌসুমে শেষ হওয়ায় কোন কোন ক্লাব অংশ নেবে তাও নির্ধারিত হয়ে গিয়েছিল।র্ যাংকিংয়ে এগিয়ে থাকা ভারতের দু'টি ক্লাব মুম্বাই সিটি ও গোয়া এফসি, বাংলাদেশের মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, নেপালের চার্চ বয়েজ ইউনাইটেড, ভুটানের পারো এফসি ও শ্রীলংকার বস্নম্ন স্টার এফসির অংশ নেওয়ার কথা ছিল ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে। শুধুমাত্র পাকিস্তানের দলের নাম প্রেরণ বাকি ছিল। পাকিস্তান ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছিল, তারা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে একটি দলের নাম পাঠাবে। এসব যখন ঠিকঠাক তখন টুর্নামেন্টের মার্কেটিং প্রতিষ্ঠান দুঃসংবাদ দিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে। তারা জানিয়ে দিয়েছে, ২০২৪ সালে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা সম্ভব নয়।