শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

'নেপাল-নেদারল্যান্ডসে কপাল পুড়তে পারে টাইগারদের'

ক্রীড়া ডেস্ক
  ০২ জুন ২০২৪, ০০:০০
'নেপাল-নেদারল্যান্ডসে কপাল পুড়তে পারে টাইগারদের'

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের মারফতে আশঙ্কাজনক ভবিষ্যদ্বাণী পেলেন শান্তরা। গিলক্রিস্ট মনে করছেন, এবারের টি২০ বিশ্বকাপ আসরে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস। আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের।

গিলক্রিস্ট বিশ্বাস করেন রোহিত পৌডেলের নেতৃত্বে একঝাঁক তরুণকে নিয়ে গড়া নেপাল দলটি আন্তর্জাতিক ক্রিকেটে বেশ নজর কেড়েছে। অপরদিকে আইসিসি ইভেন্টগুলোতে বরাবরই শক্ত লড়াই দেখিয়ে আসছে নেদারল্যান্ডস। বড় দেশগুলোর বিপক্ষে খেলার অল্পবিস্তর সুযোগখানি লুফে নিতে বেশ পটু ডাচরা।

গিলক্রিস্ট বলেন, 'আমার মনে হয় নেপাল এবার সেই দলটি হতে যাচ্ছে যারা ঝলক দেখাবে। তাদের কিছু তরুণ খেলোয়াড় আছেন যারা মোটামুটি সব বড় লিগগুলোতে বিগত বছরগুলোতে খেলে আসছে।'

গিলক্রিস্ট যোগ করেন, 'গত টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক জাগিয়েছিল ডাচরা। এবারও তারা একই গ্রম্নপে। তারা সবসময়ই আপনাকে বিব্রত করার জন্য প্রস্তুত থাকে।'

এবারের বিশ্বকাপে 'ডি' গ্রম্নপে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডস। গিলক্রিস মনে করেন, এই গ্রম্নপে নেপাল-নেদারল্যান্ডস যেকোনো সময় চমকে দিতে পারে বাংলাদেশ ও শ্রীলংকাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে