নিউ ইয়র্কে ভারতের অসন্তোষ

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা
আইপিএলের ফাইনালে বিশ্বকাপের মূল স্কোয়াডের কেউ না থাকলেও ধাপে ধাপে ভারতের ক্রিকেটাররা গিয়েছেন যুক্তরাষ্ট্রে। বিরাট কোহলি যেমন দলের সঙ্গে যোগ দেননি এখনো। তবে গত বুধবার প্রথম অনুশীলন সেশন সেরেছে রোহিত শর্মার দল। যদিও অনুশীলন সুবিধা নিয়ে দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড় অসন্তোষ প্রকাশ করেছেন বলে এসেছে খবর। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ব্যবস্থা ছিল না। নিউ ইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে সব দলের অনুশীলনের সুযোগ-সুবিধা তৈরি করে রাখা হয়েছে। প্রথম দিনের অনুশীলনে ছয়টি ড্রপ-ইন পিচের মধ্যে তিনটিতে নেট সেশন করেছেন ভারতীয় ব্যাটাসম্যানরা। ট্রেনিং শেষে রাহুল দ্রাবিড় তার উদ্বেগ জানিয়েছেন, সূত্রের মাধ্যমে তা জানতে পেরেছে ভারতের গণমাধ্যম নিউজ১৮। সূত্রটি বলেছে, 'পিচ থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা, এই মাঠের সবকিছুই অস্থায়ী। এটা বলা নিরাপদ হবে এখানকার সবকিছুই গড়পড়তা মানের। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দল।' এরপর আইসিসির কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করে সংবাদমাধ্যমটি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি যদিও ভারতের অসন্তোষের ব্যাপারে সায় দেয়নি, 'ক্যান্টিয়াগ পার্কের অনুশীলন সুবিধা নিয়ে কোনো দল অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি।' এ ছাড়া নিউজ১৮ এর বরাতে জানা যাচ্ছে, পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও ছিল না মাঠে। খেলোয়াড়রা তা নিয়ে খুশি ছিলেন না। খাবার নিয়ে উদ্বেগ বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে। সাংবাদিকদের খাবার পরিবেশন করা হয়েছিল বক্সের মাধ্যমে। তবে চাইলেই অনুশীলনের জন্য ভিন্ন জায়গায় যেতে পারছে না ভারতীয় দল। নাসাউ ইন্টারন্যাশনাল কাউন্টি গ্রাউন্ডে অনুশীলনের সুযোগ নেই। এজন্য ক্যান্টিয়াগ পার্কই ভরসা। আর ভারতকে তাদের গ্রম্নপ পর্বের প্রথম তিনটি ম্যাচই খেলতে হবে নিউ ইয়র্কের মাঠে। পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচগুলো খেলার পর ফ্লোরিডায় গিয়ে ভারত তাদের শেষ ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। তার আগে ১ জুন বাংলাদেশের বিপক্ষে ভারতের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচের ভেনু্যও নিউ ইয়র্ক।