চাইনিজ তাইপের কাছে চার গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

চাইনিজ তাইপে ৪০, বাংলাদেশ ১৪০।র্ যাংকিংয়ে দুই দলের পার্থক্য একশ। জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ বাফুফে এলিট অ্যাকাডেমির পিটার বাটলার বোধ হয়র্ যাংকিংয়ের পার্থক্য দেখেই আঁচ করতে পেরেছিলেন এমন দলের বিপক্ষে কেমন ফলাফল করতে পারেন সাবিনারা।

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের থেকে একশ ভাগ এগিয়ে থাকা চাইনিজ তাইপের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে চাইনিজ তাইপে ৪-০ গোলে হারায় সাবিনাদের। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটি খেলবে আগামী ৩ জুন। চাইনিজ তাইপে ৪০, বাংলাদেশ ১৪০।র্ যাংকিংয়ে দুই দলের পার্থক্য একশ। জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ বাফুফে এলিট অ্যাকাডেমির পিটার বাটলার বোধ হয়র্ যাংকিংয়ের পার্থক্য দেখেই আঁচ করতে পেরেছিলেন এমন দলের বিপক্ষে কেমন ফলাফল করতে পারেন সাবিনারা। ইনজুরিতে গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়েরই ঠাঁই হয়নি প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ দলে। স্বাভাবিকভাবেই এমন কঠিন দলের বিপক্ষে জয়ের আশা করাটা দুরাশাই। তাই ম্যাচের আগে 'দলের 'শেইপ' দাঁড় করানোর প্রসঙ্গই টেনে এনেছিলেন। অভিজ্ঞতা অর্জনই ছিল বাংলাদেশের মূল লক্ষ্য। হয়েছেও তাই। তবে সেই অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হলো না বাংলাদেশের জন্য। শুক্রবার মাঠে সাবিনাদের লড়াইয়ে কপালে ভাঁজ বাটলারের। নিজেদের ঘরের মাঠে এভাবে একের পর এক গোল হজম করাটা হয়তো মেনে নিতে পারছিলেন না। বিশেষ করে প্রথমার্ধের গোলগুলোতে বাংলাদেশ দলের রক্ষণের দুর্বলতা ছিল স্পষ্ট। অভিজ্ঞ গোলরক্ষক রূপনা চাকমার পারফরম্যান্সে মনে হয়েছে তিনি নবাগত কেউ। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ শক্ত হাতেই হাল ধরেন এই গোলরক্ষক ডিফেন্স লাইনও হয়েছে একটু আটসাট। তাই ওই অর্ধে মাত্র এক গোলই করতে পেরেছে তাইপে। ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথাতেই প্রথম গোল হজম করে বসে লাল-সবুজের মেয়েরা। বক্সে ঢুকে বা পায়ের দারুণ শটে লক্ষ্য ভেদ করেন তাইপের ফরোয়ার্ড সু-ইউ হুসান (১-০)। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। বাঁ প্রান্ত থেকে মিডফিল্ডার ই-ইয়ুনের কর্নারে বক্সে উড়ে আসা বল ডান প্রান্ত থেকে হেডে জালে জড়িয়ে দেন সিন ইয়ুন (২-০)। ম্যাচজুড়ে বাংলাদেশের গোল পাওয়ার মতো আক্রমণ ছিল হাতে গোনা। ২৪ মিনিটে বক্সের বাইরে থেকে তহুরা খাতুনের ক্রস বক্সে রিসিভ করতে পারেননি সাবিনা খাতুন। ২৬ মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে ই-ইয়ুনের ফ্রি কিক বক্সে পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়িয়ে দেন সু-ইউ হুসান (৩-০)। এটি এই ম্যাচের তার দ্বিতীয় গোল। ৪৫ মিনিটে ডান প্রান্ত থেকে ই-ইয়ুনের কর্নার বক্সে জটলার মধ্যে প্রথমে ক্লিয়ার হলেও শট নিয়েছিলেন চেন হিউ। তবে এবার দক্ষতার সঙ্গেই বল গ্রিপ করেন রূপনা চাকমা। প্রথমার্ধ পিছিয়ে থেকেই বিশ্রামে যায় বাংলাদেশ। ৫৬ মিনিটে বক্সের কাছ থেকেই ফরোয়ার্ড লি ওয়েনের শট জড়ায় বাংলাদেশের জালে (৪-০)। ইনজুরি টাইমে মাঝ মাঠ থেকে স্বপ্নার বাড়িয়ে দেওয়া বল নিয়ে মাঠের ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েন সামসুন্নাহার জুনিয়র। কিন্তু সামনে প্রাচীর হয়ে দাঁড়ান তাইপের ডিফেন্ডাররা। তাই তিনি বলটা বক্সে বাড়িয়ে দেন মনিকার উদ্দেশে। পোস্ট লক্ষ্য করে শট নিতে যাচ্ছিলেন মনিকা। কিন্তু এর মধ্যে সামনে এসে বাধা হয়ে দাঁড়ান তাইপের তিন ডিফেন্ডার। এরপর সানজিদার শট চলে গেছে বারের সামান্য ওপর দিয়ে। এক হালি গোল হজমের পরও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি তারা।