লামিচানেকে পাওয়ার শেষ চেষ্টাও ব্যর্থ নেপালের

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচান
আসন্ন টি২০ বিশ্বকাপে সন্দ্বীপ লামিচানেকে পাওয়া নিয়ে নেপালের শেষ চেষ্টাও বিফলে গেল। ধর্ষণের মামলায় খালাস পাওয়া সন্দ্বীপ লামিচানের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেতে নেপাল সরকারের করা তদবিরও টিকল না। ফলে বিশ্বকাপে নেপালের সাবেক অধিনায়ককে দেখার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে। নেপাল সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে তদবির করেছিল। কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। ২০২২ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। ওই মামলায় গত জানুয়ারিতে তাকে আট বছরের কারাদন্ড দেয়া হয়। যদিও আপিলের পর গত ১৫ মে উচ্চ আদালতের রায়ে মুক্তি পান লামিচানে। এরপর বিশ্বকাপকে সামনে রেখে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা চালায় নেপাল সরকার। তবে ২২ মে লামিচানে তা এক্সে এক পোস্ট করে জানান, টি২০ বিশ্বকাপের জন্য ভিসা চাইলেও নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস সেটি নাকচ করে দিয়েছে। তবে লামিচানেকে পাওয়ার আশা তারপরও ছাড়েনি তারা। কিছুদিন আগে নেপাল সরকার লামিচানের ভিসার জন্য দূতাবাসে তদবির চালিয়ে যাওয়ার কথা জানান। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের কেন্দ্রীয় কমিটির সদস্য চুম্বি লামা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, 'এখন তার বিশ্বকাপে অংশ নেয়ার সম্ভাবনা খুবই কম অথবা নেই বললেই চলে।' আগামী ৪ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেপাল। ফ্লোরিডায় শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ১২ জুন। এরপর ১৫ ও ১৭ মে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।