থাইল্যান্ডকে অপেক্ষায় রেখে শেষ চারে কেনিয়া

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ও নেপাল 'এ' গ্রম্নপ থেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বৃহস্পতিবার। 'বি' গ্রম্নপের প্রথম দল হওয়ার শক্ত লড়াই জিতে শেষ চারে পা রেখেছে কেনিয়া। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে প্রথম দুই আসরের রানার্সআপরা ১টি লোনাসহ ৩৩-৩২ পয়েন্টে হারিয়েছে থাইল্যান্ডকে। জিতলেই সেমিফাইনাল- এমন সমীকরণের ম্যাচ শুরু থেকেই জমে উঠেছিল। তবে প্রথমার্ধে আফ্রিকান  দেশটি ২০-১৬ পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দারুণ ফিরে আসে জাপান। কিন্তু শেষ হাসি কেনিয়ারই। জয়ের পর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কেনিয়া। থাইল্যান্ডের ৪ ম্যাচে ৬। শেষ চারে খেলতে হলে থাইল্যান্ডকে আজ ইরাককে হারাতে হবে। তবে হারলে নেট স্কোর পয়েন্টের হিসাবে সমীকরণে থাকবে। ম্যাচসেরা জেমস নামাবাকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপস্নব বড়ুয়া ও  সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।