বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ নাজমুল হোসেন শান্ত ও রোহিত শর্মা। মাত্র তিন মাসের ব্যবধানে এমন পরিপূর্ণভাবে মাঠ প্রস্তুত করা দেখে অবাক টাইগার অধিনায়ক। এই মাঠে খেলতে মুখিয়ে আছেন ভারত অধিনায়ক -ওয়েবসাইট
টি২০ বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। বৈরি আবহাওয়ায় অবকাঠামো অবনতির কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরে। প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিল টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে মাঠে নামার সুযোগ পায়নি তারা। তবে যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ 'দ্য গ্রিন রেড স্টোরি'তে সাকিব বলেন, 'যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি, ভালো করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময়ই সুবিধা পাই। কারণ উইকেট অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি, দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।' দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি। প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে নাজমুল হাসান শান্তর দল গত বুধবারই ভেনু্যতে উপস্থিত হয়েছে। ভ্রাম্যমাণ এই স্টেডিয়াম দেখে চমকেই গেছেন শান্ত। কয়েক মাস আগেও ছিল না কিছুই। কিন্তু এখন একদম পুরো ক্রিকেট মাঠ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠের খোঁজ রাখছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হুট করে নিউ ইয়র্কে এমন স্টেডিয়াম তৈরি হতে দেখে একদম বিস্মিতই হয়ে গেছেন তিনি। আইসিসির ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'এটা অবিশ্বাস্য, আমার মনে হয় পাগলাটে। মানে আমরা সবাই ইন্টারনেটে দেখেছে এখানে কিছুই ছিল না (তিন মাস আগেও)। এখন একদম ঠিকঠাক স্টেডিয়াম মনে হচ্ছে আর এটা দেখে দারুণ লাগছে। বিশেষ দ্য ইস্টার্ন গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আমি প্রত্যাশা করিনি।' 'আমার মনে হয় এটা প্রায় প্রোপার স্টেডিয়ামের মতোই। মাঠটা দেখতেও সুন্দর লাগছে। এটা একদম প্রোপার ক্রিকেট মাঠ। সত্যি কথা বললে আমি এমন আশা করিনি কিন্তু আমরা সবাই সোশাল মিডিয়াতে অনুসরণ করেছি উইকেট কেমন হবে। এখানে সামনে যা হবে তা নিয়ে আমি রোমাঞ্চিত।'