শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ফিরলেন মোরসালিন প্রথমবার সুজন

ক্রীড়া প্রতিবেদক
  ৩১ মে ২০২৪, ০০:০০
ফিরলেন মোরসালিন প্রথমবার সুজন

পুরো মৌসুমে দারুণ পারফর্ম করেছেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। নৈপুণ্য দেখিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার গুডবুকে জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ। ২৬ সদস্যের এই দলে প্রথমবার জায়গা পেয়েছেন মোহামেডানের গোলরকিপার সুজন হোসেন। বাদ পড়েছেন অভিজ্ঞ আনিসুর রহমান জিকো।

ইনজুরির কারণে মার্চে লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে ছিলেন না শেখ মোরসালিন ও তারিক কাজী। চোট কাটিয়ে দু'জনই ফিরেছেন লাল-সবুজের দলে। মোরসালিন ক্লাব ফুটবলে আরও মাস খানেক আগেই ফিরেছেন। বসুন্ধরা কিংসের জার্সিতে খেলেছেন নিয়মিত। রক্ষণভাগের অন্যতম তারিক কাজীও বুধবার মাঠে ফিরেছেন। শেখ রাসেলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে কিংসের জার্সিতে মাঠে নামেন তিনি।

অস্ট্রেলিয়া ম্যাচে অবশ্য কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না বিশ্বনাথ ঘোষ ও মজিবুর রহমান জনি। এরপরও দলে আছেন তারা। তাদের লেবানন ম্যাচে খেলানোর চিন্তা-ভাবনা। এছাড়া দলে ফিরেছেন ডিফেন্ডার রিমন হোসেন, মেহেদী হাসান মিঠু, সুশান্ত ত্রিপুরা ও মোহাম্মদ আব্দুলস্নাহ। ইনজুরির কারণে নেই ফয়সাল আহমেদ ফাহিম। বাদ পড়েছেন সুমন রেজা, জায়েদ হোসেন, আরমান ফয়সাল আকাশ।

ফুটবলাররা ১ জুন ক্যাম্পে রিপোর্টিং করবেন। পরদিন বসুন্ধরা কিংসের মাঠে হবে অনুশীলন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ জুন কিংস অ্যারেনায় এবং ১১ জুন কাতারের দোহায় লেবাননের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশ স্কোয়াড

গোলকিপার : মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, মেহেদী হাসান মিঠু, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল ও সুশান্ত ত্রিপুরা। মধ্যমাঠ : সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, কাজেম কিরমানি শাহ, মোহাম্মদ হৃদয় ও চন্দন রয়। আক্রমণ : রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ আব্দুলস্নাহ, রাব্বী হোসেন রাহুল ও রফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে