বাংলাদেশের প্রতিপক্ষ শতগুণ এগিয়ে থাকা চাইনিজ তাইপে

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চাইনিজ তাইপের বিপক্ষে খেলতে নামার আগে বৃহস্পতিবার অনুশীলনের এক মুহূর্তে বাংলাদেশ নারী ফুটবল দল -বাফুফে
নারী সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর বা নভেম্বরে। সাফের প্রস্তুতি নিতে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের (টায়ার-১) ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে সাগরিকাদের প্রতিপক্ষর্ যাংকিংয়ে বাংলাদেশের (১৪০) চেয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে (৪০)। এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বিকাল ৫-৪৫ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনাতে। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার নিজেদের সামর্থ্য পরীক্ষা করে দেখতে চান। সাবিনারা দ্বিতীয় ম্যাচটি খেলবেন আগামী ৩ জুন। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের আলোচিত নাম মোসাম্মৎ সাগরিকা। চারটি বয়সভিত্তিক দলে খেলা এই ফরোয়ার্ড গত ফেব্রম্নয়ারির ওই ইভেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এবার সিনিয়র জাতীয় দলে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি। ডাক পেয়েছেন প্রীতি ম্যাচের দলে। এ ছাড়া তার সঙ্গে ২৩ জনের স্কোয়াডে নতুন মুখ গোলকিপার ইয়ারজান বেগম, মিডফিল্ডার মুনকি আখতার ও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। কিপার সাথী বিশ্বাসকে আবারও দলে ফেরানো হয়েছে। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার মারিয়া মান্ডাকে পাচ্ছে না স্বাগতিকরা। ইনজুরিতে পড়েছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া নারী ফুটবল লিগে নাসরিন ফুটবল অ্যাকাডেমির জার্সিতে খেলতে গিয়ে চোট পান মান্ডা। গত বছর ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা স্বর্ণা রানি মন্ডল, স্বপ্না আক্তার জিলি, মার্জিয়া আক্তার ও ফরোয়ার্ড আকলিমা খাতুন বাদ পড়েছেন। গত এপ্রিলে সাবেক কোচ সাইফুল বারী টিটু জাতীয় টেকনিক্যাল ডিরেক্টর হওয়ায় জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন বাফুফে এলিট অ্যাকাডেমির পিটার বাটলার। বাফুফের এলিট একাডেমি নিয়ে কাজ করা পিটার বাটলার এই দুই ম্যাচে থাকবেন বাংলাদেশের ডাগআউটে। চোট নিয়ে জানালেন প্রথাগত কথা, 'দলের 'শেইপ' দাঁড় করানো নিয়ে কাজ করেছি, কিন্তু এটা কঠিন ছিল উইমেন'স লিগ চলার কারণে। তবে যতটুকু সময় পেয়েছি, সেটা কার্যকরভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি আমরা। একই সঙ্গে, আমি নতুনদের সুযোগ দিতে চাই, তারা যেন নির্ভার থাকতে পারে। আমি বিশ্বাস করি, একজনের দুর্ভাগ্য আরেকজনের জন্য সৌভাগ্যের কারণ। নতুনরা সুযোগ পাবে। এটা নিয়ে আহাজারি করতে চাই না। এটা ফুটবলের অংশ। পেস্নয়াররা চোট পাবে, আমাদের এগিয়ে যেতে হবে।' অধিনায়ক সাবিনা সামনে আনলেনর্ যাংকিংয়ের ব্যবধানের প্রসঙ্গ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলার আশাবাদও জানালেন এই তারকা ফরোয়ার্ড, 'শেষ দুই বছর আমরা সাফ চ্যাম্পিয়নশিপ ধরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, অলিম্পিকস কোয়ালিফাই মিলিয়ে বেশ কিছু ম্যাচ খেলেছি। সবশেষ যে ম্যাচগুলো খেলা হয়েছে, আমার মনে হয়, শক্তিশালী দলের বিপক্ষেই খেলা হয়েছে। আমি মনে করি, চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচও কঠিন ম্যাচ হবে। সময়টা এখন শক্তিশালী দলের বিপক্ষে খেলার। ফল যাই হোক, সেটা পরের বিষয়।' 'ওদেরর্ যাংকিংয়ের ব্যাপারে আমরা যেটা জেনেছি, ওরা ৪০ আর আমরা ১৪০। তো ওই ব্যাপারটা থাকেই, তবে আমার মনে হয়, শক্তিশালী দলের বিপক্ষে খেললে মেয়েরা বুঝতে পারবে, কীভাবে নিজেদের আরও উন্নতি করা যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো খেলা উপহার দিতে পারি।' বাংলাদেশ স্কোয়াড : গোলকিপার : রুপনা চাকমা, ইয়ারজান বেগম ও সাথী বিশ্বাস। ডিফেন্ডার : মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শামসুন্নাহার (সিনিয়র), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, শিউলি আজিম (সহ-অধিনায়ক), আনাই মোগিনি, নিলুফা ইয়াসমিন নিলা। মিডফিল্ডার : মনিকা চাকমা, স্বপ্না রানী, মুনকি আখ্‌তার, সানজিদা আখতার, সুমাইয়া মাতসুশিমা, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা; ফরোয়ার্ড : সাবিনা খাতুন (অধিনায়ক), শামসুন্নাহার (জুনিয়র), তহুরা খাতুন, সাগরিকা, সুরভী আকন্দ প্রীতি।