শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ইউরোর ফাইনালে খেলার আশা জার্মানির

ক্রীড়া ডেস্ক
  ২৯ মে ২০২৪, ০০:০০
ইউরোর ফাইনালে খেলার আশা জার্মানির

দীর্ঘদিন ধরে জার্মান ফুটবলে ঘোর অমানিশা। সবশেষ তিনটি বড় টুর্নামেন্ট জার্মানির কেটেছে চরম হতাশায়। কিছুদিন পর তাদের মাঠেই বসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। গত কয়েক বছরের পারফরম্যান্স বিবেচনায় তাদের শিরোপার দাবিদার ভাববার লোক হয়তো খুব বেশি পাওয়া যাবে না।

তবে জার্মানির ক্রীড়া পরিচালক রুডি ভোয়েলার নিজেদের নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। তার মতে, ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে ইউলিয়ান নাগেলসমানের দল যেভাবে খেলেছে, তাতে তাদেরকেও ইউরোয় ফেভারিটদের একটি হিসেবে বিবেচনা করতে হবে।

আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া ইউরো উপলক্ষে জার্মানির মূল ক্যাম্প হবে বাভারিয়ায়। আগামী সপ্তাহে সেখানে যাওয়ার আগে থুরিংগিয়ায় একটি সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করছে তারা। সোমবার কোচ নাগেলসমানকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে ভোয়েলার বলেন, 'আমাদের উন্নতির গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল মার্চের সবশেষ দুটি ম্যাচ। সাড়ে তিন মাস পর (নাগেলসমানের কোচিংয়ে) আমরা দারুণ দুটি জয় পেয়েছি এবং ভেতরে ভেতরে আমরা আরও বেশি আত্মবিশ্বাস অনুভব করেছি।'

মার্চের ওই দুটি প্রীতি ম্যাচের একটিতে ফ্রান্সকে তাদের মাঠেই ২-০ গোলে হারায় জার্মানি। এরপর নিজেদের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জেতে তারা। তিনবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানি ২০১৪ বিশ্বকাপ জয়ের পর থেকে বড় টুর্নামেন্টে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। গত দুটি বিশ্বকাপে গ্রম্নপপর্ব থেকেই বিদায় নেয় চারবারের সাবেক চ্যাম্পিয়নরা। ২০১৬ ইউরোয় সেমি-ফাইনালে যেতে পারলেও ২০২১ সালে হওয়া সবশেষ আসরে তাদের পথচলা থামে শেষ ষোলোয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে