শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

অস্ট্রেলিয়ার ওপেনার এখন ইতালির

ক্রীড়া ডেস্ক
  ২৯ মে ২০২৪, ০০:০০
অস্ট্রেলিয়ার ওপেনার এখন ইতালির

এক সময় অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার হিসেবে পরিচিতি ছিল জো বার্নসের। এখন অবশ্য ব্রাত্য। মঙ্গলবার এই ক্রিকেটার জানালেন, ভাইয়ের মৃতু্যতে শ্রদ্ধা জানাতে ইতালির হয়ে ক্রিকেট খেলতে যাচ্ছেন তিনি। ২০২৬ টি২০ বিশ্বকাপে কোয়ালিফাই করতে বাছাই পর্বের লড়াই শুরু করতে যাচ্ছে ইতালি। ৩৪ বছর বয়সি বার্নসের মা ইতালিয়ান বংশোদ্ভূত। তাই মায়ের সূত্রেই ইতালির হয়ে তিনি খেলতে পারবেন। খেলার জন্য জার্সির পেছনে ৮৫ নম্বর বেছে নিয়েছেন। যা মূলত প্রয়াত ভাইয়ের প্রতি তার শ্রদ্ধার নিদর্শন। তার অকাল প্রয়াত ভাইটি এই নম্বরের জার্সি পরে খেলতেন। এই জার্সি নম্বর নিয়ে বার্নসের ভাই অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেট দলে খেলেছেন। এই ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বার্নস। তার ভাই ডমিনিক গত ফেব্রম্নয়ারি মৃতু্যবরণ করেছেন। আবেগঘন সেই পোস্টে ইতালির জার্সিসহ ছবি পোস্ট করে বার্নস লিখেছেন, 'এটা শুধু নম্বর কিংবা শুধু জার্সি নয়। এটা সেই মানুষগুলোর জন্য, যাদের চিনি এবং ওপর থেকে গর্ব নিয়ে নিচে তাকিয়ে আছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে