সাঁতারে বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রকাশ | ২৯ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বরাবরের মতো বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে। ৮৪টি স্বর্ণ, ৫৭টি রৌপ্য, ১৬টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় শীর্ষ স্থান দখল করে তারা। কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাব ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় ২য় স্থান এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২ টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় ৩য় স্থান দখল করে। মঙ্গলবার ৪র্থ দিনে সাঁতারে ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ০৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। মহিলা বিভাগে বিকেএসপির এ্যানি আক্তার (১৮-২০ যুবতী) ১২টি স্বর্ণ পদক (৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড) পেয়ে সেরা সাঁতারু নির্বাচিত এবং পুরুষ বিভাগে বিকেএসপির তোফায়েল আহমেদ (১৮-২০ যুব) ৯টি স্বর্ণ পদক ও ১টি রৌপ্য পদক (২টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড) পেয়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়। গতকাল সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। সাধারণ সম্পাদক এম বি সাইফ, সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।