রানার্সআপ হতে আবাহনীর বাধা চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান

প্রকাশ | ২৯ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন ও অবনমিত দল নির্ধারিত হয়ে গেছে আগেই। এখন শুধু বাকি আছে লিগের রানার্স আপ নিশ্চিত হওয়া। অবশ্য তার জন্য দেশের ফুটবল দর্শকদের অপেক্ষা করতে হলো লিগের শেষ রাউন্ড পর্যন্ত। আজ দেশের ৫টি ভেনু্যতে ৫টি ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে লিগের। এর মধ্যে সব থেকে আকর্ষণীয় ম্যাচটি হচ্ছে আবাহনী-মোহামেডান ম্যাচ। বিকাল ৪টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই ঐতিহ্যবাহীর লড়াইটি একদিকে যেমন মর্যদার লড়াই, অন্যদিকে লিগের রানার্সআপ নির্ধারণ করারও। এছাড়া একই সময়ে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাব খেলবে অবনমিত দল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ফর্টিস এফসি-চট্টগ্রাম আবাহনীর লড়াইটি হবে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। ঢাকার কিংস অ্যারেনাতে লিগের বর্তমান চ্যাম্পিয়ন নতুন ট্রেবল জয়ী বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে পেশাদার লিগের প্রথম ট্রেবলজয়ী দল শেখ রাসেল ক্রীড়াচক্র। এখন এক নজরে দেখে নেওয়া যাক লিগ রানার্স আপ হওয়ার লড়াইটা কেন শুধুমাত্র আবাহনী মোহামেডানের মধ্যেই। দুই দলেরই ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট। তবে গোল গড়ে মোহামেডান (+২২) অনেক এগিয়ে আবাহনীর (+১৩) থেকে। তাই পয়েন্ট সমান হলেও দ্বিতীয় স্থানটা এখনো তাদের দখলে আছে। এই দুই ঐতিহ্যবাহীর মধ্যে আজ যে দলই জিতবে তারাই দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করতে পারবে। ড্র করলে তখন ভিন্ন সমীকরণ। লিগের প্রথম পর্বে এই দুই দলের লড়াইটি ২-২ গোলে ড্র হয়েছিল। মৌসুম সূচক স্বাধীনতা কাপে এই দুই দলের দেখা হয়নি। তবে ফেডারেশন কাপে আবাহনী-মোহামেডান পড়েছিল একই গ্রম্নপে। গ্রম্নপ পর্বের দেখায় মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী। ২-১ গোলে জয় পেয়েছিল মোহামেডান। শিরোপা জেতা না হলেও স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের রানার্স আপ ট্রফি মোহামেডানের ঘরে। আবাহনী এই দুই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে। তাই তাদের হাতে আছে এই একটাই রানার্সআপ ট্রফি। যেখানে কিনা চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান বাধা। চতুর্থ স্থানে থাকা দল পুলিশ ফুটবল ক্লাবের ২৩ পয়েন্ট। তাই আজকের ম্যাচ জিতলেও তারা আবাহনী-মোহামেডানের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। ২১ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে পঞ্চম স্থানে। এই ম্যাচ জিতলে তাদের এক ধাপ উন্নতি করার সুযোগ আছে যদি পুলিশ আজকের ম্যাচে হারে। ষষ্ঠ স্থানে থাকা শেখ রাসেল ও সপ্তম স্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর সমান ১৯ পয়েন্ট, তাই তাদেরও সুযোগ আছে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করার। অষ্টম স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের ১৭ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত হওয়া গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব এবার প্রিমিয়ার লিগে অংশ না নেওয়ায় তাদের অবনমিত ধরা হয়েছে। তাই এবার লিগে অংশ নেওয়া একটি মাত্র দল অবনমিত হচ্ছে। সেটি না হলে রহমতগঞ্জের অবনমনও নিশ্চিত ছিল। কারণ ১৭ ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে মাত্র ১৩ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবনিম্ন অবস্থানে থেকে গত রাউন্ডেই অবনমন নিশ্চিত হয়ে গেছে গোপীবাগের ঐতিহ্যবাহী দল ব্রাদার্স ইউনিয়নের। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজকের এই ৫ ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে লিগের ১৮তম রাউন্ড। এবারের লিগে মাত্র ১০ দল অংশ নেওয়াতেই এবারের লিগ মাত্র ১৮ রাউন্ড হচ্ছে। গত বছরের (২০২৩) ২২ ডিসেম্বর মাঠে গড়িয়েছিল এবারের প্রিমিয়ার ফুটবল লিগ। বাফুফের নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র শুক্র ও শনিবার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। তবে সামনের মাসের শুরুতেই জাতীয় দলের ম্যাচ থাকাতে আজই লিগের বাকি থাকা ৫ ম্যাচ শেষ করতে যাচ্ছে বাফুফে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরার এটি ৫ম শিরোপা। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ শিরোপাধারী দল ঢাকা আবাহনী। ৬টি লিগ শিরোপা শোভা পাচ্ছে আবাহনীর শোকেসে। যে রেকর্ড ছুঁয়ে ফেলতে হয়তো আর দু'একটি মৌসুমই অপেক্ষা করতে হবে বসুন্ধরাকে।