ভালো উইকেটে না খেলার আক্ষেপ শান্তর

প্রকাশ | ২৯ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর টিম টাইগার্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঘরের মাঠে ভালো উইকেটের দাবি তুলছেন -ওয়েবসাইট
টি২০ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের স্ট্রাইকরেট বরাবরই প্রশ্নবিদ্ধ হয়। আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারের বেশিরভাগের স্ট্রাইকরেট ১০০-১২০'র চক্করে। শুধুমাত্র তাওহিদ হৃদয়ের স্ট্রাইকরেট ১৩০-এর উপরে। অথচ এবারের বিশ্বকাপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের, নামিবিয়া, নেপালের মতো ছোট দলগুলোর ব্যাটারদের স্ট্রাইকরেট ১৪০-এর ওপর। দলের এমন বাজে ব্যাটিংয়ের জন্য দেশের ধীরগতির উইকেটকে দায়ী করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত বলছেন, দেশের মাটিতে ভালো উইকেটে না খেলার কারণেই স্ট্রাইকরেটে উন্নতি করতে পারছে না টাইগাররা। আন্তর্জাতিক টি২০-তে পা রেখে খুব অল্প সময়ে চমক দেখাচ্ছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র, নেপালের মতো দেশগুলো। অথচ প্রতি বছর বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেও পিছিয়ে আছে বাংলাদেশ। মূল সমস্যাটা ব্যাটিংয়ে। ইম্প্যাক্ট ক্রিকেটের যুগে লাল- সবুজের প্রতিনিধিরা খেলে যাচ্ছে মন্থর ধাঁচে। ২০০৭ থেকে শুরু করে টি২০ বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছে বাংলাদেশ। তবে অর্জনের খাতা বলতে গেলে শূন্য। প্রতি আসর থেকেই বাজেভাবে বিদায় নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্ব আসর। এবারও টাইগারদের নিয়ে খুব একটা প্রত্যাশা রাখা যাচ্ছে না। কারণ আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হেরেছে শান্ত বাহিনী। চরম হতাশ করেছে ব্যাটাররা। এর আগে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। কিন্তু সে সিরিজেও চিন্তায় ফেলেছিল টাইগারদের মন্থর ব্যাটিং। বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত বলেন, 'প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। তবে এটাই বাস্তবতা যে, আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।' তবে ছয় মাসেই সবকিছু বদলে ফেলা সম্ভব নয় বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেন, 'ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।' যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এই সিরিজেও ব্যাটিং ব্যর্থতার জন্য উইকেটকে দায়ী করছেন শান্ত। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটা যুগের সমাপ্তি হতে পারে। কারণ সাকিব আল হাসান আর মাহমুদউলস্নাহ রিয়াদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ এটি, টুর্নামেন্ট শেষেই বেজে উঠবে এই দুজনের বিদায়। এমন এক টুর্নামেন্টের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাদের কাছে চাইলেন সেরাটাই। তবে তা শুধু পারফর্ম্যান্স দিয়ে নয়। তাদের অভিজ্ঞতাটাও ভালোভাবে দলের বাকি সবার সঙ্গে ভাগ করে নিন তারা, চান শান্ত, 'অবশ্যই আমি চাইব তারা বিশ্বকাপে খেলুক, তাদের সেরাটা ঢেলে দিক।' বিশ্বকাপ শেষেই তাদের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আসবে কিনা সে বিষয়টা নিয়ে ভাবছেন না শান্ত। সেটা তিনি ছেড়ে দিচ্ছেন তাদের ওপরই। সাকিব-রিয়াদদের কাছে শান্তর চাওয়া অন্য জায়গায়। তিনি চান তাদের বিশাল অভিজ্ঞতার সুবিধাটা পুরো দলই পাক। তিনি বলেন, 'তবে এটা তাদের সিদ্ধান্ত যে তারা কখন তাদের ক্যারিয়ার শেষ করবেন। কিন্তু অধিনায়ক হিসেবে আমি চাই তারা যেন তাদের অভিজ্ঞতাটা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে ভাগাভাগি করে দেন।' বিশ্বকাপের 'ডি' গ্রম্নপে আছে বাংলাদেশ। যেখানে তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডসকে। পরের পর্বে যেতে হলে শ্রীলংকা কিংবা দক্ষিণ আফ্রিকাকে টপকানোর কোনো বিকল্প নেই টাইগারদের। তবে কাজটি যে খুব সহজ হবে তাও কিন্তু নয়। আগামী ৮ জুন মূল পর্বে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলংকা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়।