মাঠে নেমেই জ্বলে উঠলেন রোনালদিনহো-কাফু
প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বিধ্বংসী বন্যায় দক্ষিণ ব্রাজিলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুযোর্গে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের জন্য একটি দাতব্য ম্যাচের আয়োজন করা হয়। যেখানে পারফর্ম করেছেন রোনালদিনহো, কাফু ও বেবেতোর মতো তারকারা। স্বাভাবিকভাবেই তাদের ম্যাচটি দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক।
রোববার রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এস্পেরাঞ্জা ও ইউনিয়ন। ম্যাচটিতে গোলের দেখা পেয়েছেন রোনালদিনহো। হতাশ করেননি বিশ্বকাপজয়ী তারকা কাফুও। তার পা থেকেও গোল এসেছে।
দাতব্য ম্যাচের আয়োজকরা জানিয়েছে, ম্যাচটির জন্য ৪২,০০০ টিকিট বিক্রি করেছে, যার আয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দ্বারা কেনা আরও ১০,০০০ টিকিট থেকে প্রাপ্ত অর্থ একটি বেসরকারি সংস্থাকে সরবরাহ করা হয়েছে। যা প্রায় ২.৩ মিলিয়ন বন্যা দুর্গতদের সাহায্যার্থে ব্যবহার করা হবে।
শুধু বিশ্ব ফুটবলের সাবেক তারকারাই না, দেশটির সংস্কৃতি অঙ্গনের তারকারাও এসেছিলেন এদিন। সঙ্গীত শিল্পী লুডমিলাও খেলতে নেমেছিলেন। শুধু নামেনইনি, কাফুর সহায়তায় একটি গোলও করেছিলেন। সাবেক গোলরক্ষক বারবারাকে পরাস্ত করেছিলেন তিনি। সাবেক ফুটবলার ও শিল্পীদের মধ্যকার ম্যাচটি ৫-৫ গোলে ড্র হয়।