আইপিএলে সেরা সুনীল নারিন
প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
কলকাতা নাইট রাইডার্সের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো আইপিএলের। দীর্ঘ ১০ বছর পর আবারও আইপিএল শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইতে অনুষ্ঠিত ফাইনালে তারা সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে। অন্যদিকে তৃতীয়বার ফাইনালে উঠে দ্বিতীয়বার শিরোপা হাতছাড়া হয় হায়দরাবাদের। ফাইনালে জ্বলে উঠতে না পারলেও পুরো আইপিএলজুড়ে কলকাতার ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন ছিলেন দুর্দান্ত। যার কারণে টুর্নামেন্টসেরা হয়েছেন তিনি।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক কামিন্স। তবে কলকাতার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদের কোনো ব্যাটসম্যান। ১৮.৩ ওভারে ১১৩ রানেই অলআউট হয়ে যায় তারা। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো সমস্যার মুখে পরেনি শ্রেয়াস আইয়ারের দল। ৮ উইকেট ও ৫৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এদিকে ফাইনালে বল হাতে এক উইকেট এবং ব্যাট হাতে ৬ রান করেছেন সুনীল নারিন। তবুও টুর্নামেন্টসেরা হয়েছেন এই ক্যারিবীয়। কারণ এবারের আইপিএলে ৪৮৮ রান এসেছে নারিনের ব্যাট থেকে। পাশাপাশি ১৭টি উইকেটও নিয়েছেন তিনি। এবারের আইপিএলে ধারাবাহিক পারফরমেন্সের ফল পেলেন এই ক্যারিবীয়। এদিকে এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ জিতেছেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। ৭৪১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। ২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হার্শাল প্যাটেল। ফ্যান্টাসি পেস্নয়ার অব দ্য সিজনও জিতেছেন সুনীল নারিন।
এবার চলুন একনজরে দেখে নেওয়া যাক আইপিএলের এবারের আসরে কে কত টাকা পুরস্কার জিতল।
আইপিএলে পুরস্কার বিজয়ীরা
চ্যাম্পিয়ন (২০ কোটি রুপি): কলকাতা নাইট রাইডার্স
রানার্সআপ (১২.৫ কোটি রুপি): সানরাইজার্স হায়দরাবাদ
সবচেয়ে মূল্যবান খেলোয়াড়-এমভিপি (১০ লাখ রুপি): সুনীল নারিন
সেরা আলটিমেট ফ্যান্টাসি পেস্নয়ার (১০ লাখ রুপি): সুনীল নারিন
অরেঞ্জ ক্যাপ (১০ লাখ রুপি): বিরাট কোহলি (৭৪১ রান)
পার্পল ক্যাপ (১০ লাখ রুপি): হার্শাল প্যাটেল (২৪ উইকেট)
সেরা উদীয়মান খেলোয়াড় (১০ লাখ রুপি): নিতিশ রেড্ডি,
সবচেয়ে বেশি ছক্কা (১০ লাখ রুপি): অভিষেক শর্মা (৪২টি)
সবচেয়ে বেশি চার (১০ লাখ রুপি): ট্র্যাভিস হেড (৬৪টি),
সেরা স্ট্রাইক রেট (১০ লাখ রুপি): জ্যাক ফ্রাসার- ম্যাকগার্ক (২৩৪.০৪),
সেরা ক্যাচ (১০ লাখ রুপি): রামনদীপ সিং,
ফেয়ার পেস্ন অ্যাওয়ার্ড (১০ লাখ রুপি): সানরাইজার্স হায়দরাবাদ,
পিচ ও গ্রাউন্ড অ্যাওয়ার্ড (৫০ লাখ রুপি): রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম।