গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা জ্যাক গ্রিলিশকে এবার স্বরূপে দেখা যায়নি। দলে হয়ে পড়েন অনিয়মিত। তবে ইংলিশ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে আশা হারাচ্ছেন না পেপ গার্দিওয়ালা। ইংলিশ চ্যাম্পিয়নদের কোচের দৃঢ় বিশ্বাস, ভোগান্তির এই অধ্যায় পেরিয়ে শিগগিরই পুরনো রূপে ফিরবেন গ্রিলিশ।
ইংল্যান্ডের ইউরোপিয়ন চ্যাম্পিয়নশিপের ৩৩ সদস্যের প্রাথমিক দলে আছেন গ্রিলিশ। কিন্তু সিটির জার্সিতে এবার যে পারফরম্যান্স করেছেন তিনি, তাতে ইংলিশদের কোচ গ্যারেথ সাউথগেট তাকে আক্রমণভাগের দায়িত্বে রাখবেন কি-না, তা নিয়ে রয়েছে সংশয়। তবে গ্রিলিশ যে ঘুরে দাঁড়াবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই গার্দিওয়ালার।
'সে ঘুরে দাঁড়াবে। এই মৌসুমে সে ভুগেছে এবং জেরেমি অবিশ্বাস্যভাবে দলের জন্য এগিয়ে এসেছে, যেমনটা সবাই গত ম্যাচগুলোতে দেখেছে। তবে জ্যাকও গত মৌসুমের (২০২২-২৩) মতো অবস্থায় ফিরে আসবে, আমি মোটামুটি নিশ্চিত।'
২০২২-২৩ মৌসুমে সিটি প্রথমবারের মতো ঘরে তোলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে জেতে ট্রেবল। দলটির এই সাফল্যমন্ডিত পথচলায় নিয়মিতদের একজন ছিলেন গ্রিলিশ।