হতভাগা সেই তিন ক্রিকেটার
প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
তিনবার ফাইনালে খেলেও ট্রফি স্পর্শ করতে না পারার আক্ষেপটা এতদিন ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার। এবার সে তালিকায় নাম লেখালেন রাহুল ত্রিপাঠিও। আইপিএলের ১৭তম আসরের ফাইনালে তার দল সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটের ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
ত্রিপাঠি ২০১৭ সালে প্রথমবার আইপিএল ফাইনাল খেলেন রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে। সেবার ফাইনালে পুণে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় বার আইপিএল ফাইনাল খেলেন তিনি। সেবার চেন্নাই সুপার কিংসের কাছে শিরোপার লড়াইয়ে হেরে যায় রাইডার্সরা। দুই বছর পর আরও একবার ফাইনালের মঞ্চে ত্রিপাঠি। কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না তার। ২০২৪ সালের ফাইনালেও ট্রফি ছোঁয়া থেকে তাকে বঞ্চিত করল সাবেক দল কলকাতা।
রাহুল ত্রিপাঠি আইপিএলের একমাত্র ক্রিকেটার যিনি তিনটি আলাদা দলের হয়ে আইপিএল ফাইনাল খেলেছেন এবং তিনবারই শিরোপা বঞ্চিত হয়েছেন।
ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির অন্যতম হতভাগা বিরাট কোহলি। তিনি এক দলের হয়েই তিনবার ফাইনালে হেরেছেন। শুরু থেকেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিটি ২০০৯, ২০১১ ও ২০১৬ আইপিএলের ফাইনাল খেলেছিল। ২০০৯ সালে তারা শিরোপা খোয়ায় ডেকান চার্জার্সের কাছে। ২০১১ সালে চেন্নাই সুপার কিংস আর ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ তাদের শিরোপা বঞ্চিত করে।
অন্যদিকে মোহিত শর্মা চেন্নাইয়ের হয়ে দুবার আর গুজরাট টাইটান্সের হয়ে একবার ফাইনাল খেলে শিরোপা বঞ্চিত হন। ২০১৩ ও ২০১৫ সালে মুম্বাইয়ের কাছে ফাইনাল হারে তার দল চেন্নাই। এরপর ২০২৩ সালে গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নেমে সাবেক দল চেন্নাইয়ে কাছে ফাইনাল হারেন মোহিত।
এদিকে আইপিএলে সবচেয়ে সৌভাগ্যশালী ক্রিকেটারের তালিকায় সবার ওপরে আছেন রোহিত শর্মা। এখন পর্যন্ত ৬ বার ফাইনাল খেলে সবক'টি জিতেছেন তিনি। এর মধ্যে অধিনায়ক হিসেবে ৫বার ফাইনাল খেলে সবক'টিতে মুম্বাইকে চ্যাম্পিয়নের স্বাদ দিয়েছেন। সৌভাগ্যশালীদের তালিকায় আছেন জসপ্রীত বুমরাহ, ক্রুণাল পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবও। তিনজনই ৩ বার ফাইনাল খেলে সবক'টিতে শিরোপার স্বাদ পেয়েছেন।