নাওমি ওসাকার টেনিস কোর্টের প্রত্যাবর্তনটা সুখকর ছিল না। মাতৃত্বকালীন বিরতি শেষে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরলেও বিদায় নেন প্রথম রাউন্ডেই। ফ্রেঞ্চ ওপেনেও একই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছিলেন। কিন্তু রোলাঁ গারোয় দারুণ লড়ে প্রথম রাউন্ডের বাধা পার করেছেন তিনি। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন ইতালিল লুসিয়া ব্রোঞ্জেত্তি।
রোলাঁ গারোয় তিন বছরে এটি ওসাকার প্রথম জয়। প্রথম সেট ৬-১ গেমে জিতলেও দ্বিতীয় সেটে ধাক্কা খান ৪-৬ গেমে হেরে। তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে ৪-০ গেমে এগিয়েছিলেন। কিন্তু ব্রোঞ্জেত্তি শেষ দিকে জ্বলে ওঠার চেষ্টায় পাল্টা প্রতিরোধ গড়লে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। শেষ পর্যন্ত ওসাকা ৭-৫ গেমে জিতে কোর্ট ছেড়েছেন। প্রত্যাবর্তনের পর এটি ছিল ওসাকার দ্বিতীয় মেজর টুর্নামেন্ট। নিজেই জানালেন ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে তার 'লড়াইটা ছিল রোলারকোস্টার রাইডের মতো।' কিন্তু বাধা উতরে যেতে পেরে ভীষণ তৃপ্ত তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের হারের কথা মনে করিয়ে বলেছেন, 'এটা আমার মাথায় ছিল। ভাবছিলাম অস্ট্রেলিয়ান ওপেনে একটিও ম্যাচ জিতিনি। তাই এখানে অন্তত একটি ম্যাচ জিততে চেয়েছিলাম।'
দ্বিতীয় রাউন্ডে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন ওসাকা। তার সম্ভাব্য প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ফেভারিট ইগা সিওনতেক। ওসাকা জানিয়েছেন, গর্ভাবস্থায় সিওনতেকের খেলা প্রচুর দেখেছেন। তাই বর্তমানর্ যাংকিংয়ের এক নম্বর তারকার বিপক্ষে খেলতে পারলে ভীষণ গর্ববোধ করবেন তিনি। তবে নিজের সার্বিক অবস্থাও দেখা হয়ে যাবে তাতে, 'এটাকে একটা পরীক্ষা হিসেবে দেখছি। তখন বুঝতে পারব আমি এখন কোন অবস্থায় আছি। তাই বলে নিজের প্রতি প্রত্যাশা কম, এমনটা বলব না।'