শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে খেলবেন না কোহলি!

ক্রীড়া ডেস্ক
  ২৭ মে ২০২৪, ০০:০০
বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে খেলবেন না কোহলি!

টি২০ বিশ্বকাপের ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, সেটা বাংলাদেশের বিপক্ষে। নাজমুল হোসেন শান্তদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ এটি। কিন্তু এই ম্যাচে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের সামনে হয়তো পরীক্ষা দিতে হবে না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানদের! বাংলাদেশের বিপক্ষ ওয়ার্মআপ ম্যাচে কোহলি খেলবেন না, এমন ইঙ্গিতই মিলেছে ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ২ জুন। এর আগের দিন নিউইয়র্কে পরস্পরকে মোকাবিলা করবে বাংলাদেশ ও ভারত। কিন্তু বিশ্রামের জন্য ছুটির মেয়াদ বাড়িয়ে নেওয়া কোহলির পক্ষে সেদিন মাঠে নামার সম্ভাবনা একরকম নেই। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শনিবার ভারতের প্রথম গ্রম্নপ বিশ্বকাপ খেলতে আমেরিকায় উড়াল দিয়েছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও আরও কয়েকজন খেলোয়াড় মুম্বাই থেকে ফ্লাইট ধরলেও ছিলেন না কোহলি।

আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ের পর কোহলি একটু বেশি সময় ছুটি চেয়েছেন। একজন বিসিসিআই কর্মকর্তা জানান, দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ডানহাতি ব্যাটার তাদের আগেই জানিয়েছেন। ৩৫ বছর বয়সি ব্যাটসম্যান ৩০ মে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন বলে ধারণা।

সংবাদপত্রটিকে ওই কর্মকর্তা বলেন, 'কোহলি আমাদের আগেই জানিয়ে দিয়েছেন, তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দেবেন। এ কারণে ভিসার অ্যাপয়েন্টমেন্টের তারিখ পিছিয়ে দিয়েছে বিসিসিআই। ৩০ মে খুব সকালে তিনি নিউইয়র্কে উড়াল দেবেন বলে মনে করা হচ্ছে। বিসিসিআই তার অনুরোধ গ্রহণ করেছে।'

আসন্ন টি২০ বিশ্বকাপে 'এ' গ্রম্নপে খেলবে ভারত, বাংলাদেশ আছে 'ডি' গ্রম্নপে। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় নিজেদের যাত্রা শুরু করবে ভারত। আর গ্রম্নপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন শ্রীলংকার বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে