শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ট্রেবল জিতে পিএসজি অধ্যায় শেষ এমবাপের

ক্রীড়া ডেস্ক
  ২৭ মে ২০২৪, ০০:০০
ট্রেবল জিতে পিএসজি অধ্যায় শেষ এমবাপের

প্রথমার্ধে দুই গোল করে নিয়ন্ত্রণ নিল পিএসজি। বিরতির পর একটি শোধ করে লড়াই জমিয়ে তুলল অলিম্পিক লিওঁ। বাকি সময়ে অবশ্য আর কিছু করে দেখাতে পারল না তারা। শনিবার রাতে কিলিয়ান এমবাপে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেললেন। গোলের দেখা পাননি তিনি। তবে ট্রেবল জিতে শেষটা রাঙালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। এদিন ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক লিওঁকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।

লিওঁর মাঠ স্তাদে পিয়েরে মাউরোতে প্রথমার্ধে দাপট দেখায় লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপ চ্যাম্পিয়নরা। ২৩ মিনিটে নুনো মেন্দেসের ক্রস থেকে উসমান দেম্বেলে পিএসজিকে এগিয়ে নেন। দ্বিতীয়বারের চেষ্টায় আড়াআড়ি শটে ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্যাবিয়ান রুইজ। দ্বিতীয়ার্ধের দশ মিনিটে লিওঁ একটি গোল শোধ দিয়েছিল। জেক ও'ব্রায়েনের হেডে জাল কাঁপায় তারা। কয়েক মিনিট পর পিএসজি কিপার জিয়ানলুইজি দোনারুম্মা দারুণ সেভে স্বাগতিকদের সমতায় ফিরতে দেননি। তাতে ২০২১ সালের পর প্রথম ফ্রেঞ্চ কাপ জেতে পিএসজি। এ নিয়ে ২১তম কাপ ঘরে নিল তারা। এবারের মৌসুমে এর আগে ফরাসি সুপার কাপ ও লিগ আঁ শিরোপা ঘরে তুলেছে পিএসজি।

এমবাপের সাত বছরের প্যারিস অধ্যায় শেষ হলো ৩০৮ ম্যাচে রেকর্ড ২৫৬ গোলে। প্যারিসের ক্লাবটির হয়ে এটিই ছিল কিলিয়ান এমবাপের শেষ ম্যাচ। শেষটায় গোলের দেখা না পেলেও শিরোপা জিতেই বিদায় নিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। আগামী মৌসুমে ২৫ বছর বয়সি ফরোয়ার্ডের নতুন ঠিকানা হতে পারে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে